Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

মহালয়ায় শারদীয় সংখ্যা প্রকাশের অনুষ্ঠানে-বাবুলের দেওয়া পছন্দের উপহার পেয়ে বেজায় খুশি মুখ্যমন্ত্রী

banner

journalist Name : Priyasree Konar

#kolkata:

নজরুল মঞ্চে দলীয় মুখপত্র ‘জাগো বাংলা’র শারদ সংখ্যার প্রকাশ অনুষ্ঠান। এই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দুর্গা পুজোর উপহার তুলে দিলেন বাবুল সুপ্রিয়৷ আর বাবুলের দেওয়া ছোট্ট উপহার পেয়ে বেজায় খুশি মুখ্যমন্ত্রীও৷ মুখ্যমন্ত্রীর পছন্দের কথা মাথায় রেখেই তাঁর জন্য উপহার বেছেছেন বাবুল। গান গাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহালয়ায় প্রকাশিত হল তাঁর গানের অ্য়ালবাম। লেখা ও সুর তাঁর। নচিকেতাই জোর করে তাঁকে গান গাইয়েছেন বলে জানালেন তৃণমূল নেত্রী।


সভামঞ্চে এ দিন মমতাকে পিয়ানিকা উপহার দেন বাবুল। এই বাদ্যযন্ত্রটি বাজাতে চেয়েছিলেন তৃণমূল নেত্রী। সেটি উপহার হিসেবে পেয়ে বেজায় খুশি মমতা। তিনি বলেন,”এই দেখো বাবুল আমায় উপহার দিচ্ছে। একবার আমি চেয়েছিলাম এটা। ২৩ জানুয়ারির অনুষ্ঠানে দেখেছিলাম। একজন লাল কালারের বাজাচ্ছিল।”  কীভাবে বাদ্যযন্ত্রটি বাজাতে হয়, মুখ্যমন্ত্রীকে তা  দেখিয়েও দেন বাবুল সুপ্রিয়৷বাংলা গানের স্বর্ণযুগ ফিরিয়ে আনার উদ্যোগও নিচ্ছেন তৃণমূল নেত্রী। তিনি বলেন,''আমরা হিন্দি গান ভালোবাসি। তবে স্বর্ণযুগের বাংলা গানগুলি এখনও মনে রেখেছি। বাবুল এই যে প্রতুলদার গান গেয়ে গেল। এমন অনেক ভালো গান হৃদয়কে দোলা দেয়। কিন্তু  আমরা ধরে রাখতে পারি না। এখন মাঝে মাঝে রিয়েলিটি শোয়ে কয়েকটা ছেলে-মেয়েকে পুরনো গান গাওয়ানো হয়। দেখতে ভালো লাগে। দিওয়ালিটা হয়ে যাক। আমরা বসব। বাংলা গানটা কীভাবে আরও ফাটাফাটি করা যায়, সে ব্যাপারে ভাবনাচিন্তা করব। বাংলার গান, নাটক, সংস্কৃতি, বাংলার শিক্ষা, সভ্যতা সব কিছু ভালো।''


 মহালয়ায় তৃণমূলের দলীয় মুখপত্র জাগো বাংলার (Jago Bangla) শারদীয় সংখ্যা প্রকাশের অনুষ্ঠানে গান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর সঙ্গে এক সুরে গলা মেলালেন গায়ক ইন্দ্রনীল সেন, নচিকেতা চক্রবর্তী ও বাবুল সুপ্রিয়। মঙ্গলবার নজরুল মঞ্চে শারদীয় সংখ্যা প্রকাশের অনুষ্ঠান হয়। ওই মঞ্চেই বই ও গানের সিডি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তার পর 'জাগো দুর্গা' গানটি করেন।


মহালয়ায় শারদীয় সংখ্যা প্রকাশের অনুষ্ঠানে-বাবুলের দেওয়া পছন্দের উপহার পেয়ে বেজায় খুশি মুখ্যমন্ত্রী


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

সংস্কৃতি
Related News