#Pravati Sangbad Digital Desk:
রবিবার কোনওরকম শীত থাকলেও হয়ত এইবছরের মত শিকেয় উঠল আবহাওয়ার নিম্নমুখী পারদ। উষ্ণতার পারদ চড় চড়িয়ে বাড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গে। আগামী গোটা সপ্তাহটাই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে গোটা বাংলা জুড়ে। বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই রাজ্যে। আর শীতের আমেজ ক্রমশ কমবে। শুক্রবার খুব জোরালো পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করার কথা ছিল। সেইসঙ্গে বঙ্গোপসাগরের উপর একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। তার ফলে এখানে উত্তর-পশ্চিমী বায়ুর গতি রুদ্ধ হয়ে যাবে। পশ্চিমবঙ্গের পরিমণ্ডলে যা হাওয়া ঢুকবে, তা সমুদ্রের দিক থেকে ঢুকবে। উত্তরবঙ্গ তুলনামূলক ঠান্ডা থাকলেও দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেশিই থাকতে চলেছে। সেই সাথে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ও রাতের সর্বনিম্ন তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বৃদ্ধি পাবে। এই সপ্তাহান্তে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে। সরস্বতী পুজো এ বছর বেশ উষ্ণ আবহাওয়ার মধ্যেই কাটবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। হাওয়া অফিসের খবর অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝার কারণেই দাপট কমেছে উত্তুরে হাওয়ার। বঙ্গোপসাগরে তৈরি হওয়া বিপরীত ঘূর্ণাবর্তের কারণে রাজ্যে ঢুকছে জলীয় বাষ্প, আর তার কারণেই বাড়ছে তাপমাত্রা। মঙ্গলবার ফের ২ ডিগ্রি বেড়েছে বাংলার সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতায় মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৭ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সকালে হালকা কুয়াশা ছিল। তবে বেলা বাড়তেই রোদের দেখা মিলেছে। আগামী ২ দিন আরও বাড়বে তাপমাত্রা। স্বরস্বতী পুজোয় প্রায় গায়েব হয়ে যাবে ঠান্ডা। ফলে চলতি মরশুমে শীত যে বিদায় নিতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। হাওয়া অফিসের এই পূর্বাভাসে বেজায় মন খারাপ শীতপ্রেমীদের।
উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে জানা গেছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত একই রকম থাকবে আবহাওয়া, তারপর থেকে ঊর্ধ্বমুখী হবে পারদ। অন্তত ২-৩ ডিগ্রি বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝা যাওয়ার সময় দার্জিলিং ও কালিম্পংয়ে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। সব মিলিয়ে সরস্বতী পুজো এবং জানুয়ারির বাকিটুকু আর শীতের দেখা মিলবে না বলেই পূর্বাভাস মৌসম ভবনের।
দক্ষিণবঙ্গে আগামী ৪/৫ দিন শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা বাড়বে। রাতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন চার ডিগ্রি উপরে থাকবে।
নববর্ষের রাতে পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপ বেশি ছিল। আবার মকর সংক্রান্তিতেও মোটামুটি ছিল সেই পশ্চিমী ঝঞ্ঝাই। তারপরেও মাঘী শীতের আশায় বসেছিলেন শহরের শীতবিলাসীরা। কিন্তু তাঁদের আশায় জল ঢেলে দিয়েছে আবহাওয়া। শীত তো দূরস্থান, রীতিমতো গরম অনুভূত হবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছে চলে যেতে পারে। আগামী ২৪ ঘণ্টা শহরের তাপমাত্রা থাকবে ১৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।