Flash news
    No Flash News Today..!!
Sunday, May 12, 2024

শিক্ষার্থীর পরিচয়পত্রেই মিলবে টিকা

banner

#Pravati Sangbad Digital Desk:

বর্তমানে গোটা বিশ্বে করোনার দৌরাত্ম্য অব্যাহত, ভারতের পরিস্থিতি আগের থেকে কিছুটা ভালো হলেও দেশের থাবা বসিয়েছে করোনার নতুন প্রজাতি ওমিক্রণ। দক্ষিণ আফ্রিকায় সন্ধান পাওয়া এই প্রজাতি ইতিমধ্যেই বিশ্বের প্রায় সত্তরের বেশি দেশে ছড়িয়ে পড়েছে। ডিসেম্বরে শুরুর দিকে ভারতের বেঙ্গালুরুতে প্রথম ওমিক্রণ আক্রান্তের হদিস মেলে। ডিসেম্বর শেষ হওয়ার আগেই দেশীয় ওমিক্রণ আক্রান্তের সংখ্যা আড়াইশো পেরিয়ে গেছে। ভাইরাস বিশেষজ্ঞদের কথা অনুযায়ী এই ভাইরাস আগের সমস্ত প্রজাতির থেকে অনেক বেশি সংক্রামক। তবে অতি সংক্রামক এই ভাইরাসের মারুন ক্ষমতা ডেল্টা প্রজাতি থেকে অনেকটাই কম জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
ইতিমধ্যেই দীর্ঘ দেড় বছর পর দেশের প্রায় সমস্ত রাজ্যের স্কুল কলেজ খুলে গিয়েছে, কিন্তু অনেক অভিভাবকের দাবি ছিল 18 বছরের নিচের শিশুদের টিকাকরণ। সেইমতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 25 শে ডিসেম্বর ঘোষণা করেন তেসরা জানুয়ারি থেকে 15 থেকে 18 বছর বয়সী এবং ষাটোর্ধ্ব যে সমস্ত ব্যক্তি ইতিমধ্যেই করণা টিকা নিয়ে ফেলেছেন, যাদের কোমর্বিডিটি রয়েছে তাদের এবার টিকার আরো একটি ডোজ বা বুস্টার ডোজ দেওয়া হবে। এদিন কুইন এর সিইও আর এস শর্মা জানিয়েছেন যে সমস্ত শিশুদের জন্ম 2007 বা তার আগে তারা নিজেদের স্কুল বা কলেজের পরিচয়পত্র দেখিয়ে করোনার প্রতিষেধক নিতে পারবে। তিনি আরো জানান যে সমস্ত স্বাস্থ্য কর্মী এবং ফ্রন্টলাইন করোণা যোদ্ধাদের টিকা নেওয়ার পর 9 মাস অতিক্রান্ত হয়ে গেছে তাদের সকলকে এই বুস্টার ডোজ দেয়া হবে। তবে সাফল্য ব্যক্তিদের যারা সুগার প্রেসার বা অন্যান্য ধরনের কোমর্বিডিটিতে ভুগছেন তাদের সকলকে তৃতীয় ডোজ নেওয়ার জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং সেইসঙ্গে চিকিৎসকের শংসাপত্র দেখাতে হবে। প্রথম সারির করণা যোদ্ধাদের সাথে সাথে ষাটোর্ধ্ব ব্যক্তিদের বুস্টার ডোজ নেওয়ার জন্য তাদের নির্দিষ্ট নাম্বারে এসএমএস যাবে।

ইতিমধ্যেই অনেক দেশ মিশ্র প্রতিষেধক ব্যবহারে জোর দিয়েছে এবং ব্যবহারের সুফল পাওয়া গেছে। তবে তৃতীয় ডোজ হিসেবে মিশ্র প্রতিষেধক ব্যবহার হবে কিনা এখনো পর্যন্ত কিছু জানা যায়নি, কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর সূত্রে। কুইন অ্যাপেল এর সিইও আর এস শর্মা জানিয়েছেন,`মিশ্র প্রতিষেধক নিয়ে এখনো পর্যন্ত কোন আলোচনা হয়নি তবে যে প্রতিশোধক দিলে নাগরিকদের ভালো হবে সেই প্রতিষেধকই ব্যবহার করা হবে'। নাগরিকদের তৃতীয় দোষ দেওয়ার আগে ইতিমধ্যেই কুইন এর প্রযুক্তিগত পরিবর্তনের কাজ শুরু হয়ে গিয়েছে। আগের দুই প্রতিষেধকের মতো তৃতীয় প্রতিষেধক কেউ শংসাপত্র দেয়া হবে এবং তাতেই কি প্রতিষেধক দেয়া হয়েছে তারও উল্লেখ থাকবে।

এমনকি আগের প্রতিষেধক নেওয়ার সময় ঠিক যেমনভাবে কুইন অ্যপে বা ওয়েবসাইটে আগে থেকে রেজিস্টার করতে হচ্ছিল ঠিক এইবারেও সেই রকম ভাবে রেজিস্টার করতে হবে এবং নিজের পছন্দমত স্বাস্থ্য কেন্দ্র বাছাই করা বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু দাবি করেছিল করণা নতুন প্রজাতি অমিক্রণ বেশিরভাগ ক্ষেত্রে অল্প বয়সীদের অর্থাৎ যাদের এখনও টিকাকরণ সম্ভব হয়নি তাদের আক্রান্ত করছে, হু এর এই ঘোষণার পরেই নড়েচড়ে বসে ছিল কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর। দেশের বেশিরভাগ রাজ্যে স্কুল এবং কলেজের স্বাভাবিক পঠন-পাঠন শুরু হলেও অনেক অভিভাবকই তাদের সন্তানকে স্কুল বা কলেজে পাঠাতে ভয় পাচ্ছিলেন তবে প্রধানমন্ত্রীর ঘোষণায় আশার আলো দেখছেন তারাও। তবে অনেকেই বলছেন এখনো পর্যন্ত দেশের অনেক নাগরিকেরই করোনার দ্বিতীয় ডোজ নেওয়া হয়ে ওঠেনি আর তার মধ্যেই নতুন করে ষাটোর্ধ্ব এবং 15 থেকে 18 বছর বয়সীদের টিকাকরণ কিভাবে সম্ভব হবে তা দেখার বিষয়।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News