Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

আজ থেকে শুরু হচ্ছে ' সুপার সিঙ্গার সিজন ৪', এবারের বিচারকের আসনে রয়েছে নতুন চমক

banner

journalist Name : Susmita Das

#Pravati Sangbad digital Desk:

আজ (শনিবার) থেকে শুরু হচ্ছে ‘সুপার সিঙ্গার সিজন ৪' । ২৫ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হচ্ছে 'সুপার সিঙ্গার সিজন  ৪'-এর সফর। পল্লী গীতি থেকে শুরু করে বাংলা আধুনিক সহ রক এবং নানা ঘরানার গান পরিবেশিত হবে এবারেও। গানের পাশাপাশি এক্সপ্রেশন অর্থাৎ ভঙ্গিমাকে বিশেষ প্রাধান্য দেওয়া হবে এবার । সঙ্গীতায়োজনে শোভন গঙ্গোপাধ্যায় । প্রতিযোগীদের গ্রুমিং-এ রয়েছেন তীর্থ ভট্টাচার্য, দীপান্বিতা চৌধুরী, সুজয় ভৌমিক। 

সঞ্চালকের ভূমিকায় থাকছেন যীশু সেনগুপ্তই । তবে এবারের  বিচারকের আসনে রয়েছে চমক ।  এবার বদল এসেছে বিচারকের প্যানেলে। এবার বিচারক হিসেবে থাকছেন শান , মোনালি ঠাকুর  ও রুপম ইসলাম।গানের দুনিয়া তিন উজ্জ্বল নক্ষত্র।   

 প্রসঙ্গত,মোনালি এবং শানকে বিভিন্ন রিয়্যালিটি শো-এ আগেও বিচারক হিসাবে দেখেছেন দর্শক। কিন্তু শেষ কয়েক বছরে অতিথি হিসাবে বিভিন্ন অনুষ্ঠানে রূপমকে দেখা গেলেও রূপমকে দর্শক তেমন ভাবে পাননি।  সম্প্রতি  প্রথম  সারির একটি সংবাদপত্র এই প্রসঙ্গকে  কেন্দ্র  করে রূপমের সাথে যোগাযোগ করেন ।  সেই প্রথম  সারির সংবাদপত্রর  তরফে  তাকে  প্রশ্ন করা হয় , হঠাৎ কী মনে করে রাজি হলেন এই নতুন কাজে?    ওই প্রশ্নের উত্তরে  প্রথম সারির ওই   সংবাদ  পত্রকে   রূপম  জানান,“ব্যান্ড-এ-মাতরম নামক একটি শো-এ বহু বার বিচারকের আসনে আমি ছিলাম। হ্যাঁ, তথাকথিত বর্তমান কোনও রিয়্যালিটি শো-এ দেখা যায়নি। এর আগে আমায় কেউ বলেননি, তাই যাইনি। তবে কোভিড পরিস্থিতির সময় অন্য একটি চ্যানেলের এমনই এক গানের শো-এ ডাক পেয়েছিলাম। কিন্তু করোনার জন্য সেই সময় বাড়ির বাইরে শুটিং করতে যাওয়ার পক্ষপাতী ছিলাম না আমি। তার পর এই বার ‘স্টার জলসা’ থেকে যোগাযোগ করে।”

বিচারক পদের এই নতুন দায়িত্ব পেয়ে কতটা উপভোগ করেছন রূপম?  তাঁর স্পষ্ট উত্তরে ওই প্রথম সারি সংবাদপত্রকে  তিনি  জানান , “আমি বহু বছর শিক্ষকতা করেছি। তাই আমার না, অন্যদের নম্বর দিতে বেশ ভালই লাগে।”

এবারের  'সুপার সিঙ্গার   সিজেন ৪' -এর ট্যাগলাইন 'সঙ্গীতের নতুন সোয়্যাগ'। 

সপ্তাহান্তে অর্থাৎ প্রতি শনি ও রবিবার রাত সাড়ে ৯টা থেকে সম্প্রচারিত হবে এই রিয়ালিটি শো। কলকাতা, শহরতলী এবং একাধিক জেলার প্রতিযোগীরা রিয়ালিটি শো-এর মঞ্চ কাঁপাবেন। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে প্রতিযোগিদের ঝলকও।  সদ্য শেষ হয়েছে স্টার জলসার জনপ্রিয় রিয়েলিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র’। সেই স্লটে সম্প্রচারিত হবে ‘সুপার সিঙ্গার’।

উল্লেখ্য ,সুপার সিঙ্গার' সিজন ৩ -চলেছিল দীর্ঘ ৪ মাস ধরে। বিজয়ী হয়েছিলেন মেদিনীপুরের মেয়ে শুচিস্মিতা চক্রবর্তী। দ্বিতীয় স্থানে ছিলেন মানসী ঘোষ এবং যুগ্ম তৃতীয় স্থানে কুমার গৌরব চক্রবর্তী ও প্রণয় মজুমদার। এছাড়া পপুলার চয়েজে বিজয়ী হোন সৌমী ঘোষ। সঞ্চালনা করেছিলেন যিশু সেনগুপ্ত এবং বিচারক আসনে ছিলেন কুমার সানু, সোনু নিগম ও কৌশিকী চক্রবর্তী।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন
Related News