Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

'তোমার আলোয় ভালবাসতে শিখলাম',সাত পাকে বাঁধা রাহুল-আথিয়া

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad Digital Desk:

পড়ন্ত আলোয় প্রেমের প্রতিশ্রুতি। সোমবার, সুনীল শেট্টির খাণ্ডালার ফার্মহাউসে সাত পাকে বাঁধা পড়লেন ভারতীয় দলের ক্রিকেটার কে এল রাহুল ও অভিনেত্রী আথিয়া শেট্টি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিয়েছেন কনে আথিয়া শেট্টি। 
এদিন আথিয়া ও রাহুলের পরনে ছিল সাবেকি পোশাক। আথিয়া পরেছিলেন সাদা সুতো ও মুক্তের কাজের হালকা গোলাপি রঙের লেহেঙ্গা। সঙ্গে মানানসই সোনার জড়োয়া সেট, কপালে ছোট্ট টিপ।
রাহুলের পরনে ছিল সাদা শেরওয়ানি ও গলায় স্টোনের পাঁচ নড়ি হার। দুজনেই পরেছিলেন বেল ফুলের বরমাল্য।
আথিয়া বিয়ের ছবি পোস্ট করে রাহুলের উদ্দেশ্যে লেখেন, ‘তোমার আলোয়, আমি ভালোবাসতে শিখেছি। আজ আমাদের ভালোবাসার মানুষদের মাঝে, বাড়িতে খুবই আনন্দ ও শান্তির মাঝে আমরা বিয়ে করলাম। আমাদের এই নতুন জার্নিতে আপনাদের আশীর্বাদ আমাদের পাথেয়।’ সোশ্যাল মিডিয়ায় নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন আয়ুষ্মান খুরাণা, কার্তিক আরিয়ান, ইশা গুপ্তা, কৃতি স্যানন, রিয়া চক্রবর্তী, ভূমি পেডনেকর, বিরাট কোহলি, রাকুল প্রীত সিং, পরিণীতি চোপড়া, অনন্যা পাণ্ডে সহ আরও অনেক তারকা।বিয়ের কথা প্রথম প্রকাশ্যে বলেছিলেন তিনিই। আর বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পরে সাংবাদিকদের সুখবর দিয়ে মিষ্টিমুখ করালেন সুনীল শেট্টি। আজ তাঁর মেয়ে আথিয়া শেট্টি সাত পাকে বাঁধা পড়লেন ভারতীয় ব্যাটার কে এল রাহুল-এর সঙ্গে। বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ হওয়ার পরে সাংবাদিকদের নিজেই এসে সুখবর দেন সুনীল। সঙ্গে ছিলেন ছেলে অহন শেট্টি। তবে শুধু হাতে নয়, সাংবাদিক ও আলোতচিত্রীদের জন্য মিষ্টির প্যাকেট নিয়ে এসেছিলেন তাঁরা। সবার প্রশ্নের উত্তরে সুনীল জানান, খুব ছোট করে অনুষ্ঠান হয়েছে আজ। ঘনিষ্ঠ বৃত্তের কিছু মানুষকে নিয়ে। এরপর সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন করা হয়, রিসেনপশন কবে আয়োজন করা হবে? উত্তরে সুনীল জানান, সম্ভবত আইপিএল -এর পরে। এখানেই শেষ নয়, এক সাংবাদিক সুনীলকে প্রশ্ন করেন, নতুন ভূমিকা, শ্বশুরমশাই হলেন সুনীল। উত্তরে অভিনেতা বলেন, 'শ্বশুরমশাই নয়, বলতে পারেন আরও একজনের বাবা হলাম। আমার ঘরে আর একজন ছেলে এল। আর বাবার ভূমিকায় ভালই পালন করি আমি।'

জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা। সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানালেন ভারতীয় ক্রিকেট দলের অন্যান্য তারকারা। কে এল রাহুল-কে নতুন জীবনের শুভেচ্ছা জানালেন ভারতীয় দলের প্রাক্তন স্পিনার হরভজন সিংহ, ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা এবং জাতীয় দলের প্রাক্তন পেসার মুনাফ পটেল। সোশ্যাল মিডিয়ায় রাহুলকে ট্যাগ করে ছবি শেয়ার করে নিয়েছেন আথিয়া। পড়ন্ত আলো মেখে প্রেমের পরিণতি পেল তাঁদের প্রেম। আথিয়া লিখছেন, 'তোমার আলোয় আমি ভালবাসতে শিখলাম। আজ, আমাদের প্রিয়জনের উপস্থিতিতে, আমাদের বাড়িতে আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হলাম। অসম্ভব আনন্দ আর শান্তি পাচ্ছি। আমাদের হৃদয় ভালবাসা আর কৃতজ্ঞতায় পরিপূর্ণ। আমরা আমাদের আগামী নতুন জীবনের জন্য শুভেচ্ছা চাইছি।' সোশ্যাল মিডিয়ায় রাহুল ও আথিয়াকে শুভেচ্ছা জানিয়ে হরভজন সিংহ লিখেছেন, 'রাহুল ও আথিয়াকে বিবাহের অনেক শুভেচ্ছা। তোমাদের শুভকামনা কারণ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংসটি শুরু করতে চলেছো তোমরা। ঐশ্বর তোমাদের ভালবাসা, আশীর্বাদ আর একটা সুখী জীবন দিক।' রাজীব শুক্ল ট্যুইটারে লিখেছেন, 'জীবনের সবচেয়ে সুন্দর আর গুরুত্বপূর্ণ ইনিংসটি শুরু করার জন্য রাহুল আর আথিয়াকে আমার তরফ থেকে শুভেচ্ছা। ভগবান তোমাদের সর্বদা আশীর্বাদ করুন'।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image