Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

ঠান্ডার ‘ছুটি’ শেষ, আবার নামবে তাপমাত্রার পারদ ! পূর্বাভাস আবহাওয়া দফতরের

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad digital Desk:

ভরা জানুয়ারিতে পৌষ সংক্রান্তির মুখে কিছু দিনের জন্য ‘ছুটি’ নিয়েছিল শীত। জাঁকিয়ে ঠান্ডার আমেজ উধাও হয়েছিল কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। তবে শীতের সেই ‘ছুটি’র মেয়াদ শেষ হল বলে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শীঘ্রই রাজ্যে আবার তাপমাত্রার পারদ নামতে শুরু করবে।

রাজ্যে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। মকর সংক্রান্তিতে প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছে কলকাতার তাপমাত্রা। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় বেড়ে হয়েছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। রবিবারেও ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় পাঁচ ডিগ্রি বেশি। সকাল থেকেই ঘন কুয়াশা। এ দিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৬৩ থেকে ৯৪ শতাংশের মধ্যে থাকবে বলে জানা যাচ্ছে।

আবহবিদরা জানিয়েছিলেন, পশ্চিমি ঝঞ্ঝার কারণে দুর্বল উত্তুরে হাওয়া শীতের এই সাময়িক এবং অকাল ‘ছুটি’র জন্য দায়ী। তবে হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার রাত থেকেই তাপমাত্রা আবার কমতে শুরু করবে। আবার চেনা মেজাজে ফিরবে শীতকাল।

শীত তেমন না থাকলেও কুয়াশায় ঘাটতি নেই। রবিবার সকালেও ঘন কুয়াশায় ঢেকেছে শহরের নানা প্রান্ত। বেলা বাড়লে অবশ্য সেই কুয়াশা উধাও হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

তবে এই অবস্থার দ্রুত পরিবর্তন হতে চলেছে বলে মত আবহাওয়াবিদদের।

আবহাওয়াবিদদের অনুমান, ১৩-১৫ জানুয়ারি শীতের সাময়িক বিরতি নেওয়ার কথা। তার পর ফের উল্লেখযোগ্য পতন ঘটবে পারদে। শীত কিন্তু আরও বেশি দাপট নিয়ে ফিরে আসবে আগামীকাল (১৬ জানুয়ারি) থেকে। ওই সময় ১০ ডিগ্রি সেলসিয়াস বা তারও কম তাপমাত্রা হতে পারে কলকাতায়।

ডিসেম্বর মাসে রাজ্যে ছিল শীতের আকাল। তবে জানুয়ারি মাস পড়তেই পারদ নামে হু হু করে। কলকাতা-সহ রাজ্যের নানা প্রান্তে তাপমাত্রা অনেক কমে গিয়েছিল। মধ্য পৌষের শীতে জবুথবু হয়েছিল বাংলা। তবে গত কয়েক দিনে আবার শীত কমে গিয়েছে। মেঘলা আকাশ এবং দুর্বল উত্তুরে হাওয়া সংক্রান্তির আগে বাড়িয়েছে গরম। শীতের সেই দাপট আবার ফিরবে কি? হাওয়া অফিসের পূর্বাভাসের পর অপেক্ষায় রাজ্যবাসী।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

আবহাওয়া
Related News