হাসপাতালে ভর্তি 'অপরাজিত' পরিচালক অনীক দত্ত

banner

#Pravati Sangbad digital Desk:

আচমকাই অসুস্থবোধ করেন পরিচালক অনীক দত্ত। ফুসফুসের সংক্রমণ নিয়ে মঙ্গলবার সকালে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে পরিচালককে। আপাতত আইসিইউতে রয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে সিওপিডির সমস্যা। স্ত্রী সন্ধি দত্ত জানিয়েছেন, এই মুহূর্তে তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। মঙ্গলবার সকালে ফুসফুসের সংক্রমণের কারণেই হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা। কিছুদিন আগেও চেকাপ করিয়েছেন। তবে, গতকাল থেকেই শরীরের ভাবগতি ভাল ঠেকছিল না। দুদিন আগে ডব্লিউবিএফজেএ আয়োজিত সিনেমার সমাবর্তন অনুষ্ঠানে অসুস্থ শরীর নিয়েই উপস্থিত হয়েছিলেন অনীকবাবু। সেদিন একা হাঁটাহাঁটিও করতে পারছিলেন না। কথা বলতেও বেশ সমস্যা হচ্ছিল তাঁর। মঞ্চে ওঠানামা করতে অসুবিধা হচ্ছিল তাঁর। তাঁর শরীর যে ভালো নেই তার ইঙ্গিত মিলেছিল, কিন্তু হাসপাতালে যেতে রাজি হননি পরিচালক। সোমবার রাতে আচমকাই পরিস্থিতি বিগড়ে যায়। এমন অবস্থা হয় যে শ্বাস নিতে পারছিলেন না তিনি। এরপরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

২০১২ সালে ‘ভূতের ভবিষ্যৎ’ ছবির মধ্যে দিয়ে টলিউডে আত্মপ্রকাশ তাঁর। এরপর একে একে ‘আশ্চর্য প্রদীপ’, ‘মেঘনাথবদ রহস্য’, ‘ভবিষ্যতের ভূত’-এর মতো ছবি তৈরি করেছেন তিনি। গত বছর সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালি’ নির্মাণের নেপথ্য কাহিনি নিয়ে ‘অপরাজিত’ তৈরি করেন অনীক দত্ত। গত বছরের অন্যতম ব্যবসা সফল ছবি এটি। পরিচালকের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন টলিপাড়া।পরিবারের তরফে জানানো হয়েছে, সিনেমার সমাবর্তন অনুষ্ঠানে গিয়েই তাঁর শরীর খারাপের ইঙ্গিত মিলেছিল। সোমবার রাতে শ্বাস নিতে পারছিলেন না। এখন তাঁর চিকিৎসা চলছে। আইসিইউতেই রয়েছেন তিনি। উল্লেখ্য, অপরাজিত ছবির মাধ্যমে আরেকবার টলিপাড়ায় মাইলস্টোন সৃষ্টি করেছেন অনীক।

তবে হাসপাতাল সূত্রে এই পরিচালক সমন্ধে জানা গিয়েছে, আপাতত আইসিইউ-তে রয়েছেন তিনি। আপাতত কিছুটা স্থিতিশীল তাঁর অবস্থা। বেশ কিছু টেস্ট করানো হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। জানা গিয়েছে, অতিরিক্ত ধূমপানের কারণে অনীকের সিওপিডি-র সমস্যা বেড়ে যায়। আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Aparna Dutta

Related News