Flash news
    No Flash News Today..!!
Monday, May 13, 2024

করোনা পরিস্থিতিতেই বাড়লো ছোট ব্যবসার প্রসার

banner

#Pravati Sangbad Digital Desk:

করোনা পরিস্থিতিতে মন্দার বাজার গেছে ব্যবসায়। অপরদিকে মূল্যবৃদ্ধি তো আছেই। তবে খুচরো ব্যবসায় কতটা প্রভাব পড়বে তার সম্পর্কে আন্দাজ করা যায়নি। খুচরা ব্যবসায়ীরা বরাবরই আশা করেছে ঘুরে দাঁড়ানোর। উৎসবের মরসুমে তাদের আকাঙ্ক্ষা ছিল বেশি। মহামারীর ধাক্কা কাটিয়ে পুনরায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে খুচরা ব্যবসায়ীরা। সত্যি হলো সেটাই। তা প্রমাণ করে দিয়েছে নভেম্বরের পরিসংখ্যান। করোনা পরিস্থিতির আগের বছর কে পর্যন্ত ছাপিয়ে গেছে এই সময়ের রেকর্ড। খুচরা ব্যবসা সংগঠন রিটেলার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া জানায় গত দু'বছরের থেকেও নভেম্বরে দেশের সমস্ত অঞ্চলে ব্যবসায় উন্নতি হয়েছে উল্লেখযোগ্যভাবে। তালিকা অনুযায়ী পরপর রয়েছে পশ্চিম ভারত (১১%) পূর্ব ভারত (৯%) দক্ষিণ ভারত(৯%) এবং সবশেষে উত্তর ভারত(৬%)।
রিটেলার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এছাড়াও জানিয়েছে নভেম্বরে তাদের ব্যবসা বেরিয়েছে তার ওপর ছাপিয়ে গেছে কোভিদ পরিস্থিতির আগের অবস্থাকেও। করোনার পরিস্থিতির আগের বছরের থেকেও অনেক বেশি লাভ করেছে নভেম্বরের ব্যবসার অংক। যদি পুরনো রিপোর্ট দেখা যায় তাহলে দেখা যাচ্ছে ২০১৯ সালের তুলনায় ৯ শতাংশ বেশি এবং ২০২০ সালের তুলনায় ১৬ শতাংশ বেশি লাভ করেছে নভেম্বরের বাজার। তবে এখানেই শেষ নয় খুচরো ব্যবসায় সংগঠনের আশা তারা ভবিষ্যতেও অনেক বেশি লাভ করবে এবং তাদের ব্যবসা অদূর ভবিষ্যতেও অনেক বাড়বে। সংগঠনের সিইও কুমার রাজা গোপালনের বক্তব্য আগের থেকে ব্যবসার পরিস্থিতির উন্নতি অনেক বেশি হচ্ছে। তিনি আশা করছেন ভবিষ্যতেও এই পরিস্থিতি বহাল থাকবে।

সংগঠনের পরিসংখ্যানে দেখা যাচ্ছে বৈদ্যুতিন ও পণ্যের বিক্রি অক্টোবরে সেরকম বাড়েনি কিন্তু দীপাবলিতে উৎসবের মরসুমে কাজে লাগিয়ে আগের মাসে তা করোনা পরিস্থিতির আগের বছর ২০১৯ সালের তুলনায় অনেকটা বেড়েছে প্রায় ৩২ শতাংশ। এছাড়াও ব্যবসায় লাভ বেড়েছে মুদিখানা, জুতো ,প্রসাধনী দ্রব্যাদি ও খাদ্য পণ্যের। এছাড়াও ক্রিয়া পণ্য এবং জামাকাপড়ের ক্ষেত্রে লাভ বেড়েছে ১৮ শতাংশ ও ৬ শতাংশ। তবে বর্তমানে বাড়ছে করোনা।

চোখ রাঙ্গানি দিচ্ছে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণ। কেমন থাকবে ব্যবসার অবস্থা সেই নিয়ে চিন্তা রাখতে হবে সংস্থাকে। সংস্থার পক্ষ থেকে জানিয়েছে আগামী দিনে অর্থনীতির ওপর কী প্রভাব পড়ছে ওমিক্রনের সেদিকে তাদের লক্ষ্য রাখবে। তবেই সংগঠনের সিও বলেছেন ওমিক্রণ ও করোনার তৃতীয় ঢেউ নিয়ে উদ্বেগ রয়েছে নিশ্চয়ই তবে সে ব্যাপারে চিন্তাভাবনা করেই উন্নতির প্রত্যাশা করছেন তিনি সংগঠনের পক্ষ থেকে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sagarika Chakraborty

Related News