জবা ফুল চুলের যত্নে একাই একশো

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

জবা ফুল অত্যন্ত পরিচিত একটি ফুল। বিভিন্ন রঙের এই ফুল বাড়ির বাগানে দেখা যায়। উজ্জ্বল, রঙিন ও বড় মাপের এই ফুল  ত্বক ও চুলের যে কোনও সমস্যা সমাধানের জন্য মোক্ষম দাওয়াই। জবা ফুল যে ত্বক ও চুলের জন্য উপকারী তা অনেকেরই জানা। জবা ফুল চুলের বৃদ্ধি করে এবং চুলকে ঘন ও শক্তিশালী করে তোলে। তাছাড়া চুল পড়া রোধ করে এবং খুশকির সমস্যার সমাধান করতেও সহায়তা করে।

জবাফুলে রয়েছে কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ভিটামিন সি এবং বি। এছাড়াও এতে আছে বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড যা চুল বাড়তে সাহায্য করে এবং চুলকে পুষ্টি জোগায়। অন্যদিকে এই ফুলে থাকা আলফা হাইড্রক্সিল অ্যাসিডও চুল বাড়তে সাহায্য করে। তাই চুলের জন্য যে কোনও বাজারি প্রোডাক্টেই লেখা থাকে জবা ফুলের কথা।

চুল ভালো রাখতে হলে লাল জবাফুল সব থেকে ভালো। চুল ভালো রাখতে কী করবেন দেখে নিন:

জবা ও পেঁয়াজের রস দিয়ে  হেয়ার প্যাক : দুটো জবা ফুল নিয়ে পাপড়িগুলো ছিঁড়ে নিন। এবার তা বেটে নিন। অন্য দিকে, পেঁয়াজ ঘষে  রস বের করে নিন। এবার জবা ফুল বাটার সঙ্গে পেঁয়াজের রস মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি স্ক্যাল্পে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। এই প্যাকের গুণে চুল মজবুত হবে।

জবা ও অ্যালোভেরা জেল দিয়ে   হেয়ার প্যাক : দুটো জবা ফুল নিয়ে পাপড়িগুলো ছিঁড়ে নিন। এবার তা বেটে নিন। এবার অ্যালোভেরা গাছের একটি পাতা কেটে তার ভিতর থেকে জেল বের করে নিন। জবা ফুলের মিশ্রণের সঙ্গে মেশান। এই প্যাকটি স্ক্যাল্পে লাগান। ১৫ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। 

জবা ও নারকেল তেল  হেয়ার প্যাক : দুটো জবা ফুল নিয়ে পাপড়িগুলো ছিঁড়ে নিন। কড়াইয়ে নারকেল তেল গরম করুন। তেল ফুটতে শুরু করলে এই ফুলের পাপড়ি দিয়ে দিন। এবার ছাঁকনিতে ছেঁকে নিন। এই তেল দিয়ে মাসাজে উপকার পাবেন। তারপর শ্যাম্পু করে নিন। চুলের জন্য বেশ উপযুক্ত এই তেল। 

জবা ও পাতিলেবুর রস দিয়ে  হেয়ার প্যাক : জবা ফুল নিয়ে পাপড়িগুলো ছিঁড়ে নিন। এবার তা বেটে নিন। তার সঙ্গে মেশান পাতিলেবুর রস। মিশ্রণটি স্ক্যাল্পে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। খুশকি দূর হবে এই প্যাকের গুণে।

আমলকি এবং জবার হেয়ার  প্যাক :

এই মাস্কটি চুলের বৃদ্ধি-সহ চুলকে শক্তিশালী করে তুলতেও সহায়তা করে। এটি তৈরি করতে, ৩ টেবিল চামচ জবা ফুল  বাটা, ৩ টেবিল চামচ আমলকির গুঁড়ো এবং সামান্য জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। এই হেয়ার মাস্কটি, স্ক্যাল্প এবং চুলে ভাল করে লাগিয়ে ৪০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। এই মাস্কটি সপ্তাহে দু'বার প্রয়োগ করুন।

আদা এবং জবার হেয়ার  প্যাক :

এই মাস্কটি তৈরি করতে, ৩ টেবিল চামচ আদার রসের সাথে ২ টেবিল চামচ জবা ফুলের  গুরো বা বাটা  মিশিয়ে, একটি পেস্ট তৈরি করে নিন। এই পেস্টটি চুলের গোড়ায় এবং সমস্ত চুলে ভাল করে লাগিয়ে ম্যাসাজ করুন। এইভাবে ২০ মিনিট রেখে হালকা গরম জলে চুল ধুয়ে ফেলুন। এই মাস্কটি সপ্তাহে দু'বার প্রয়োগ করা যেতে পারে।এই মাস্কটি চুলের বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক। 

জবা ও মেথি দিয়ে  হেয়ার প্যাক : আধ কাপ জলে ১ চা চামচ মেথি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে তা বেটে নিন। দুটো জবা ফুল নিয়ে পাপড়িগুলো ছিঁড়ে নিন। এবার তা বেটে নিন। দুটো মিশ্রণ এক সঙ্গে করে ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি স্ক্যাল্পে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। 

জবা ও দইয়ের হেয়ার  প্যাক :  এই মাস্ক তৈরি করতে একটি জবা ফুল ভালো করে পেস্ট করে, ৪ টেবিল চামচ দইয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মাথার ত্বক-সহ পুরো চুলে ভাল করে লাগিয়ে রাখতে হবে এক ঘন্টা। তার পর ঈষদুষ্ণ জল এবং শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই হেয়ার মাস্কটি সপ্তাহে দুই-একবার ব্যবহার করা যায়।এই মাস্কটি চুল নরম রাখার সঙ্গে চুলকে শক্তিশালী করে তুলতেও সহায়তা করে। তাছাড়া এই মাস্কটি চুলে পুষ্টি সরবরাহ করতেও অত্যন্ত সহায়ক।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Srimita Sasmal

Related News