শুরু হচ্ছে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ

banner

#Pravati Sangbad Desk:

ইতিমধ্যেই দেশে এসে হানা দিয়েছে করোনার নতুন ভেরিয়েন্ট অমিক্রন। তবে তার মধ্যেই দেশের উদ্দেশ্যে কিছুটা স্বস্তির খবর আনলেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বড়দিনের দিন ঘোষণা করেন প্রধানমন্ত্রী এই খবর। রাত প্রায় পৌনে দশটায় দেশবাসীর উদ্দেশ্যে হঠাৎই এই খবর আনেন প্রধানমন্ত্রী। নতুন বছরের ৩ জানুয়ারি থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ শুরু হবে বলে জানান প্রধানমন্ত্রী। তবেই এই সমস্ত বিষয়টি ফাইনাল করেছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। ভারতে বায়োটেকের সুবক্সিন টিকাকরণও জরুরি বলে ঘোষণা করা হয়েছে। এর আগেও অবশ্য জাইডাস ক্যাডিলা নামক একটি সংস্থার পক্ষ থেকে জাইকোভ ডি নামক ক্ষেত্রে এমন অনুমতি দেয়া হয়েছিল।

যদিও ভারতে টিকাকরণ এর ক্ষেত্রে সরকারি কোনো রকম ঘোষণা এখনো করা হয়নি। এর মধ্যেই মাথাচাড়া দিচ্ছে নতুন ভ্যারিয়েন্ট। ফলে প্রধান বিষয় এই নিয়েই হচ্ছিল স্কুল-কলেজ চালু হয়ে যাওয়ায় সম্পূর্ণ প্রতিষেধক কবে দেওয়া হবে। এরমধ্যে দরকার হয়ে পড়েছে বুস্টার ডোজের। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয় ৬০ বছর বয়সী এবং যাদের কোমর্বিডিটিও আছে তাদের ১০ জানুয়ারি থেকে প্রিকশন ডোজ দেওয়া হবে।


তবে সেটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই। ইতিমধ্যেই এখন বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে ওমিক্রনের বাজারে করণা যোদ্ধা বয়স্ক মানুষ এবং অসুস্থ মানুষদের কবে বুস্টার ডোজ দেওয়া হবে। প্রথমে স্বাস্থ্য কর্মী এবং করোনা যোদ্ধা দেরও তাদের এই টিকা করনের তালিকায় রাখা হয়েছে। প্রধানমন্ত্রী এই বুষ্টার ডোজেকে অবশ্য প্রিকশন ডোজ বলছেন। বুষ্টার ডোজ নিয়ে অবশ্য সরকারি সংস্থাগুলো এবং সরকার এদের মধ্যে ছিল। প্রধানমন্ত্রী এই দিন জানান যে আমাদের দেশে সর্বপ্রথম নেজাল টিকা শুরু হবে যা বিশ্বের সর্বপ্রথম ডিএনএ টিকা দেওয়া হবে। ইতিমধ্যে করোনার তৃতীয় ঢেউ এসে পড়েছে এবং তা কতটা বিপদজনক হতে পারে তা নিয়ে গত বৃহস্পতিবার বিভিন্ন স্বাস্থ্যকর্তাদের সাথে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী এবং যেখানে কোভিড বিধি নিয়ে বিভিন্ন পরামর্শ করা হয়।


তবে এই তৃতীয় ঢেউ আটকাতে সবাইকে আগের মতনই বিধিনিষেধ মেনে চলতে হবে। প্রধানমন্ত্রীও এই দিন সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন সবাইকে মাস্ক পড়তে হবে এবং ক্রমাগত হাত ধুতে হবে কারণ করোনা এখনো চলে যায়নি। এই ধরনের বিধি নিষেধ  ভাল ভাবে না মানলে এই নয়া ভেরিয়েন্ট আগেরগুলোর থেকেও বিপদজনক হয়ে উঠতে পারে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sagarika Chakraborty

Tags:

Related News