Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

কলকাতায় আসতে চলেছে হাড় কাপানো শীতের আমেজ

banner

journalist Name : Papri Chakraborty

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

 শীতের সময় এসে গেলেও এখনো সেরম ভাবে দেখা মেলেনি শীতের। শীতের ঝোড়ো হাওয়া নেই শহরে। তবে এরমধ্যেই শুরু হয়ে গেছে দার্জিলিঙে বৃষ্টি। সিকিমে আসতে চলেছে তুষারপাত। কিন্তু কলকাতায় আসেনি শীত।  আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা একই রকম থাকবে এখানে। 

দার্জিলিংয়ে বৃষ্টি আর সিকিমে তুষারপাতের আগাম বার্তা জানানো হয়েছে। তবে আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন থাকবে না কলকাতায়। তবে। সপ্তাহান্তে ১৫ ডিগ্রির কাছাকাছি নামতে পারে কলকাতার তাপমাত্রা।  ডিসেম্বরের মাঝামাঝি নামতে পারে আরো তাপমাত্রা।

পার্বত্য এলাকায় খুব হালকা বৃষ্টি দেখা দিয়েছে। দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে বলে অনুমান আবহাওয়াদপ্তরের। সিকিমে বৃষ্টি ও তুষারপাত দুটোই হতে পারে বলে আগাম বার্তা দিয়েছেন আবহাওয়া দপ্তর। কলকাতায় স্বাভাবিক থাকবে তাপমাত্রা। এমনকি রাতেও তাপমাত্রার পরিবর্তন হবে না। এরপর থেকে তাপমাত্রা ধীরে ধীরে নামতে থাকবে। ২০ শে ডিসেম্বরের মধ্যে ১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে কলকাতার তাপমাত্রা। এরপরই দেখা দেবে শীতের হাওয়া। কলকাতা সহ বহু জেলায় আসবে শীতের আমেজ। 

১৫ ই ডিসেম্বর থেকে ২০ শে ডিসেম্বরের মধ্যে কাপানো শীত আসতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। ২৪ ই ডিসেম্বর অর্থাৎ বুধবার কলকাতায় পরিষ্কার আকাশ থাকবে। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও নেই কোনো বৃষ্টির সম্ভাবনা। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস ছিলো। স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি উপরে। গতকাল তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস।

বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ উনচললিশ থেকে আটানব্বই শতাংশ। কাল থেকে শহরের তাপমাত্রা থাকবে আঠেরো থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিনে দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে উত্তর-পশ্চিম ভারত ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে। তবে আগামী দুদিন একই আবহাওয়া থাকবে। মহারাষ্ট্রে চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News