Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের নামে উধাও টাকা ; নয়া প্রতারণার ছক

banner

journalist Name : পাপড়ি চক্রবর্তী

#Pravati sangbad Digital Desk:

বেশ কিছু দিন ধরে মেয়ের জ্বর থাকায় অনলাইনে চিকিত্‍সকের খোঁজ করছিলেন এক মহিলা। ইন্টারনেটে পাওয়া নম্বরে ফোন করার পর বুকিংয়ের জন্য একটি লিঙ্ক পাঠানো হয় ওই মহিলাকে। লিঙ্কে ক্লিক করে ১০ টাকা দিলেই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন বলেও জানানো হয় সেখান থেকে। কিন্তু অভিযোগ ওঠে এর পরই। ওই মহিলা অভিযোগ জানান লিঙ্কে ক্লিক করার পরই অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যায় প্রায় ৪০ হাজার টাকা।


বেশ কয়েক মাস আগে চিকিত্‍সকের অ্যাপয়েন্টমেন্ট নিতে গিয়ে এভাবেই প্রতারণার জালে আবদ্ধ হয়েছিলেন সার্ভে পার্ক থানা এলাকার এক বাসিন্দা। এরপর তিনি লালবাজার থানায় অভিযোগও জানিয়েছিলেন। চিকিৎসার জন্য ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট করানোর নামে এরম বহু প্রতারণার ঘটনার অভিযোগ এসেছে। চিকিত্‍সক অপূর্ব ঘোষের অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেওয়া নিয়েও অভিযোগ ওঠে। শুধু তাই নয় , কখনো আবার চিকিত্‍সক অপূর্ব ঘোষকেই ফোন করে লিঙ্ক পাঠানো হচ্ছে বলে অভিযোগ ওঠে। 

 ডক্টর অপূর্ব ঘোষ বিষয়টি তিনি ইতিমধ্যেই লালবাজারে জানিয়েছেন। তিনি বলেন, ''আমি কোনও দিন ওই ওয়েবসাইটে নিজের নম্বর দিয়ে প্রচার চাইনি। এমনকি, আমার কোনও সম্মতিও ছিল না। এখন ওয়েবসাইট থেকে নাম তোলানোর নামে প্রতারণার ফাঁদ পাতা হচ্ছে"। তিনি আরো জানান , '' লালবাজারে অভিযোগ জানানোর পর থেকে এই ফোন আসা শুরু হয়েছে। আমাকে ফোন করে সব সময়ে যে বাংলায় কথা বলা হচ্ছে, তা নয়। মাঝেমধ্যে বিভিন্ন নম্বর থেকে ফোন করে আধা হিন্দিতে কথা বলার পরে একাধিক লিঙ্ক পাঠানো হচ্ছে। এই ভাবে যে নতুন করে কোনও বিপদ বাড়বে না, কে বলতে পারে"।

বিশেষ সূত্রের খবর, অনলাইনে বহু পরিচিত চিকিত্‍সকের অ্যাপয়েন্টমেন্ট করানোর নামে প্রতারণার বেশ কয়েকটি ঘটনা উঠে আসছে  বেশ কয়েক মাস ধরে। কখনও বুকিং করে  ফিস চাওয়া আবার কখনও রেজিস্ট্রেশনের নামে লিঙ্ক পাঠিয়ে টাকা তুলে নেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে। শুধু তা-ই নয়, একজন চিকিত্‍সকের বদলে অন্য চিকিত্‍সকের অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের নামেও প্রতারণার অভিযোগ উঠেছে।

এই ধরনের প্রতারণা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন শহরবাসী। বেলেঘাটার বাসিন্দা সায়ন্তী সাহা জানান, '' সব সময়ে সব চিকিত্‍সকের নম্বর থাকে না। আর তা ছাড়া, আপত্‍কালীন পরিস্থিতিতে নম্বর যাচাইয়ের সুযোগও থাকে না। প্রতারণার এই নয়া ছক ভয় ধরাতে বাধ্য "।  তবে, সাইবার-বিশেষজ্ঞরা জানান,  সাধারণ মানুষ যত সতর্ক হচ্ছেন, ততই নতুন নতুন পদ্ধতিতে প্রতারণা করার ছক কষছে প্রতারকরা। অনলাইনে যে কোনও বুকিং বা অন্য কাজ করার ক্ষেত্রে সতর্ক থাকার কথা বলেছেন তাঁরা।

লালবাজারের এক পুলিশকর্তা জানান, '' সাইবার-প্রতারণা সংক্রান্ত যে কোনও অভিযোগকেই গুরুত্বের সঙ্গে দেখা হয়। প্রতারণা আটকাতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। স্কুল, কলেজেও চলছে সচেতনতামূলক প্রচার। এমনকি, অপরাধীদের কাছে পৌঁছতে নেওয়া হচ্ছে প্রযুক্তির সহায়তাও "। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চিকিৎসা দুর্নীতি অপরাধ
Related News