#Pravati Sangbad Digital Desk:
গত কুড়ি দিন কলকাতার তাপমাত্রা ছিল ২০ ডিগ্রীর নিচে। ১২ই নভেম্বর কলকাতার তাপমাত্রা ছাড়িয়েছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি উপরে। আজ সকাল অর্থাৎ মঙ্গলবার কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন ছিল ২০.১ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি উপরে। যদিও আকাশ মেঘলা থাকবে সারাদিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা একদমই নেই। আগামী বুধবার পর্যন্ত আকাশ মেঘলা থাকবে এমনটাই জানা যাচ্ছে আবহাওয়া দপ্তরের সূত্রে। যদিও বৃহস্পতিবার নামবে পারদ কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে না থাকছে শীতের আমেজ। যদিও আকাশ থাকবে মেঘলা। আকাশ মেঘলা থাকছে,হচ্ছে না বৃষ্টি কিন্তু। এই মেঘলা আকাশই বড় আকার ধারণ করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। সেখানে গভীর নিম্নচাপে শক্তি হারিয়ে আগামী ২৪ ঘন্টায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে বলে সূত্রের খবর। এই নিম্নচাপ ভারতের অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু অভিমুখী হবে বলেই অনুমান আবহাওয়া দপ্তরের। গভীর নিম্নচাপের শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে আগামী ২৪ ঘণ্টা অর্থাৎ বুধবার নাগাদ তামিলনাড়ু ও অন্ধপ্রদেশের উপকূলে পৌঁছবে এই নিম্নচাপে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশ,করাইকাল এবং পন্ডিচেরিতে। বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া যার গতিবেগ থাকবে ঘন্টায় ৬০ থেকে ৬৫ কিলোমিটার। সেই কথা মাথায় রেখেই মৎস্যজীবীদের আগামী মঙ্গলবার পর্যন্ত সমুদ্র উপকূলে যেতে নিষেধ করা হচ্ছে।