#Pravati Sangbad Digital Desk:
শান্তি কুঞ্জে যাওয়ার আগেই বাধা। শুভেন্দু অধিকারীকে গ্রিটিংস কার্ড দেওয়া নিয়ে শুরু হলো TMCP সদস্য দের ধস্তাধস্তি।পুলিশ তাদের আটকে দিয়েছেন বাড়ির গলির মুখেই। TMCP সদস্য দের কর্মসূচি ছিল শুভেন্দু অধিকারীকে গ্রিটিংস কার্ড দেওয়া। তৃণমূল ছাত্র পরিষদের স্টুডেন্টরা পর্যন্ত তার বাড়ির সামনে এসে ঘেরাও করেছেন তাদের কর্মসূচি পালন করতে। কিন্তু পুলিশ তাদের আটকায় কারণে ধস্তাধস্তি শুরু হল পুলিশের সঙ্গে। ছাত্র পরিষদ চেয়েছে তারা সকলেই শুভেন্দু অধিকারী কে গিয়ে গ্রিটিংস কার্ড এবং ফুল দেবেন কিন্তু পুলিশ যেহেতু তাদের আটকেছে সেই কারণে তারা চাইছে সকলে যেতে না পারলেও তাদের মধ্যে কয়েকজন যাবে এবং শুভেন্দু অধিকারী কে শুভেচ্ছা জানাবে। কিন্তু তাদের এই পদক্ষেপে কি পুলিশের অনুমতি মিলবে? এই নিয়ে ক্রমাগতর্ক বিতর্ক হতে থাকে তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে পুলিশের। তাদের অনুরোধ তাদের মধ্যে দূর থেকে তিনজন শুভেন্দু অধিকারী কে গিয়ে এই ফুল এবং গ্রিটিংস কার্ড দিতে চান কিন্তু সেটি সম্ভব না হওয়ার কারণে তারা ঠিক করেছে শুভেন্দুর পরিবারের কারোর হাতে তাদের এই ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন কিন্তু তাতেও কি পুলিশের কোন অনুমতি মিলবে? কি বক্তব্য ছাত্র পরিষদের? তারা বলতে চেয়েছেন শুভেন্দু অধিকারী অসুস্থ তাকে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে এবং তিনি যাতে আবার সুস্থ হয়ে ওঠে রাজনীতি করতে পারেন সেই শুভেচ্ছা আমরা তাকে আজ জানাতে এসেছি কিন্তু পুলিশ তাদের কেন বাধা দিচ্ছে তা তারা বুঝতে পারছে না এমনটাই জানিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিনিধিরা। তাদের বক্তব্য তাদের হাতে আছে শুভেচ্ছা বার্তা তবে কেন তাদের বাধা দেওয়া হচ্ছে? পুলিশ জানিয়েছে শুভেন্দু অধিকারী বাড়িতে নেই সেই কারণেই তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে ছাত্র পরিষদের বক্তব্য তিনি বাড়িতে না থাকলেও হবে আমরা তাকে শুভেচ্ছা জানাতে এসেছি এবং এই কামনা তিনি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন এই গ্রিটিংস কার্ড এবং ফুল তার বাড়ির কোন একজন নিয়ে নিলেই চলবে এবং তারা ফিরে যাবে এমনটাই জানিয়েছে তারা।
#Source: online/Digital/Social Media News # Representative Image