Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

উঠল পুলিশের বিরুদ্ধে অভিযোগ

banner

journalist Name : Joly Pramanick

#Pravati Sangbad Digital Desk :

আমরা জানি ২০১৪ সালের টেট উত্তির্নরা আন্দোলনে নেমেছে গত কয়েক দিন ধরেই পুলিশ ক্রমাগত তাদের থামানোর চেষ্টা করছে , কিন্তু সারাদিন এবং সারারাত রাস্তায় বসে তাদের একটাই দাবি' তাদের নিয়োগ চাই , কিন্তু কি হলো এরপর আন্দোলনকে আদৌ থামলো ? জানা যাচ্ছে তাদের এই আন্দোলন থামাতে পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জ করেছেন। কিন্তু শুধু তাই নয় এখন পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে চাকরিপ্রার্থীদের নাকি তারা কামড়েও দিয়েছেন এমনটাই অভিযোগ করেছেন চাকরি প্রার্থীরা। পুলিশ নাকি ঠিক করেছে এমনটাই জানিয়েছেন তৃণমূল বিধায়ক অজিত মাইতি তিনি সমর্থন জানিয়েছেন পুলিশের এই কাজকে। এই নিয়ে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তবে পুলিশের হাতে পাল্টা কামড় দেয় আন্দোলনকারী এমনটাই দাবি করেছেন অজিত মাইতি। এই নিয়ে ফের বিতর্কে জড়ালে তৃণমূল বিধায়ক অজিত মাইতি। ইতিমধ্যেই কিন্তু বিতর্কে জড়িয়ে পড়েছেন তিনি। তার বক্তব্য পুলিশ কেন কামড়াবে? এটি একটি অবাঞ্চিত ঘটনা বলে তারা দাবি করছেন, এবং আরো তৃণমূল বিধায়করা বলেছেন গত কয়েক বছরেও কিন্তু পুলিশ কারোর হাতে কামড়ে দিয়েছে বলে এমন ঘটনা শোনা যায়নি, তাই এটি কোন সত্য ঘটনা হতে পারে বলে তারা মনে করছেন না এবং তারা এটাই বলছেন এটি একটি অবাঞ্ছিত ঘটনা পুলিশ কারো হাতে কামড়াতে পারে না। কিন্তু অভিযোগকারী তার হাতে কামড়ানোর দাগ দেখিয়ে পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করছেন সাংবাদিকদের কাছে এবং তিনি সাংবাদিকদের সামনে তার হাতের কামড়ানোর দাগ তুলে ধরেছেন। রীতিমতো তিনি কান্নায় ভেঙে পড়েছেন এই ঘটনার পর এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। পুলিশ কেন কামড়ায় তারা ক্রমাগত তাদের থামানোর চেষ্টা করার পরেও যখন হাপিয়ে উঠেছেন এবং তাদের মধ্যে একজন চাকরিপ্রার্থী অরুনিমা পুলিশের হাতে কামড়ে দেওয়ায় পুলিশ নাকি পাল্টা কামড় দিয়েছেন অরুনিমার হাতে । যদিও এটি হয়ে থাকে তবে এটিকে পুলিশের রাগের বহিঃপ্রকাশ বলে মনে করেছেন তৃণমূল বিধায়করা। তবে এই নিয়ে যথেষ্ট জল্পনা তৈরি হয়েছে রাজ্যে। 


#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রতিবাদ-বিক্ষোভ
Related News