Flash News
Monday, September 22, 2025

আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার আর্জিতে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

বর্তমানে গোটা কলকাতা জুড়েই ছড়িয়ে ছিটিয়ে রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের আন্দোলন। কখনও মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে আবার কখনও অন্য জায়গায়। কিন্তু এবার ২০১২ এবং ২০১৪ সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে বাঁধা দেওয়ার অভিযোগ উঠলো পুলিশের বিরুদ্ধে। এই নিয়ে কলকাতা আদালতের দ্বারস্থ চাকরি প্রার্থীরা। বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে মামলা দায়ের করেছেন টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। এদিন আদালতে পিটিশন জমা দিয়েছেন তাঁরা, বিচারপতি সেই মামলা গ্রহণ করেছেন বলেও জানা গিয়েছে।
সূত্রের খবর, গতকাল এই মামলার শুনানি হতে পারে। ২০১২ এবং ২০১৪ সালের চাকরি প্রার্থীদের বক্তব্য, “আমাদের ধর্না গণতান্ত্রিক এবং আইন সম্মত। এই আন্দোলন পুলিশ হস্তক্ষেপ করতে পারে না”। যদিও এর আগেও ধর্না অবস্থানের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন চাকরি প্রার্থীদের একাংশ। আদালতের নির্দেশে দুর্গা পুজোর আগেই ৫ দিনের ধর্না অবস্থানে বসেছিলেন তাঁরা। তারপরে আবার আজ আদালতের দ্বারস্থ হলেন চাকরি প্রার্থীদের একাংশ।

অন্যদিকে কলকাতার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা আন্দোলনের প্রতিবাদে একটি জনস্বার্থ মামলা দাখিল হয়েছে কলকাতা হাইকোর্টে। চলতি সপ্তাহের শুরতেই আইনজীবী রামপ্রসাদ সরকার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের এজলাসে মামলা দায়ের করেছেন তিনি। মামলাকারীর দাবি, “কলকাতা আন্দোলনের আঁতুড় ঘর হয়ে উঠেছে। তাঁরা যদি সত্যি করেই যোগ্য হন তাহলে আদালতে মামলা করছেন না কেন? কেন কলকাতার বুকে যেখানে সেখানে ধর্না অবস্থান করছেন”। সেই সাথে তিনি আরও বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজ নয় সকলকে চাকরি দেওয়া। যোগ্যতা থাকলে সকলের চাকরি হবে। তা নাহলে আদালতে মামলা করতে হবে”। তারপরেই আজ কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন ২০১২ এবং ২০১৪ সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। 
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রতিবাদ-বিক্ষোভ
Related News