Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

গলায় কাঁটা বিধলে কি করবেন জেনে নিন

banner

journalist Name : Aparna Dutta

#Pravati Sangbad Digital Desk:

'মাছে-ভাতে বাঙালি’ একটি সুপ্রাচীন লোককথা। মাছ ছাড়া বাঙালির আহার যেন এক বেলাও সম্পূর্ণ হয় না। মাছ আমাদের প্রিয় এই খাবারটি খেতে গেলে অনেক সময় বিপত্তি ঘটে। ইলিশ সুস্বাদু মাছ হলেও অনেকে দূরে সরিয়ে রাখেন শুধুমাত্র অতিরিক্ত কাঁটার ভয়ে। অনেকেই মাছ খেতে চান না কাঁটার ভয়ে। তবে মাছ খাওয়ার সময় ছোট-বড় সবারই দুর্ঘটনাবশত গলায় কাঁটা আটকে যাওয়ার ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে সবাই কমবেশি পড়েছেন। তবে ততক্ষণাৎ করণীয় সম্পর্কে অনেকেই জানেন না।আসুন জেনে নেই সে সম্পর্কে।
১.পানি পান : ক্রমাগত কিছুটা শক্তি প্রয়োগে পানি গিললে তা অনেক সময় কাটাকে ফ্ল্যাশ করে নিচে নেমে নিয়ে যায়।
২. শক্ত ভাতের নলা : ভাত কে হাতের মুঠে চেপে চেপে বলের আকারে বানিয়ে তা না চিবিয়ে, গিলে ফেলার চেষ্টা করতে হয়। এতে আঠালো ভাত আটকে থাকা মাছের কাটাকে বার করতে সাহায্য করে। দু - তিন বার করলে ভালো সুফল পাওয়া যায়।
৩.পাঁকা কলা : পাঁকা কলা এক ইঞ্চি বা দেড় ইঞ্চি করে মুখে পুরে না চিবিয়ে গেলার চেষ্টা করা করা। এতে মাছের কাটা কলার সাথে আটকে যায়, এবং কলার সাথে সাথে নীচে নেমে পড়ে।
৪.লেবু : গলায় মাছের কাঁটা আটকে গেলে এক টুকরা লেবু নিন। তাতে একটু লবণ মাখিয়ে চুষে চুষে এর রস খান। দেখবেন কাঁটা নরম হয়ে নিমিষেই নেমে গেছে।
৫. কফ রিফ্লেক্স: জোরে জোরে ক্রমাগত দু চারটা কাশি দিলে অনেক সময় গলায় আটকে থাকা মাছের কাটা, কাশির ঝাপ্টায় সামনে চলে আসে এবং বেরিয়ে যায়।
#Source: online/Digital/Social Media News   # Representative Image


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

লাইফস্টাইল
Related News