"এই ভোট যুদ্ধে মানি পাওয়ারের বিরুদ্ধে ম্যানপাওয়ার নিয়ে আমরা যুদ্ধ শুরু করবো।" - প্রমীলা সিং

banner

#কাশিপুর:

এইবারের পুরভোট নির্বাচনে কাশিপুর বেলগাছিয়া এসেম্বলির ৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী হলেন প্রমীলা সিং, এবারের পুরভোট অন্যান্যবারের থেকে একেবারে আলাদা এবং জমজমাট, পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে বিজেপি অনেকটা জায়গা পাওয়ার পর থেকে ভারতীয় জনতা পার্টির সমর্থকরা পুরভোটের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে। পুরভোটের আর কিছুদিন মাত্র বাকি, চারিদিকে চলছে ভোটযুদ্ধের শেষ প্রস্তুতি, সেই ব্যস্ততার মাঝে কিছুটা সময়ের জন্য পাওয়া গেল প্রমীলা সিং কে।

এবারের পুর নির্বাচনে বিজেপি তাঁকে পার্থী করায় তিনি যথেষ্ট খুশি এবং আত্মবিশ্বাসী, ওনার রাজনৈতিক জীবন কিভাবে শুরু হলো, উনি বললেন ১৯৯৫ সালে প্রশান্ত তিওয়ারি ওনাকে প্রথম রাজনীতির আঙিনায় নিয়ে আসেন। ১৯৯৫ থেকে ২০২১ এর মধ্যে আরও একবার তিনি বিজেপি পার্থী হন।
তিনি তার সাথে সাথেই বলেন এই পুরভোটের জয় নিয়ে তিনি অনেকটা আত্মবিশ্বাসী, তার প্রধান কারণ হল জনসাধারণ, উনি সেই অঞ্চলের যেখানে প্রচার করতে যাচ্ছেন সেখানকার জনসাধারণ তাদের পাশে আছে এবং সমর্থন করেন। তিনি বলেন তিনি এইবারে জিতলে জনগণদের সবরকমের সুরক্ষা প্রদান করবেন, এই অঞ্চলের যা যা অসুবিধা আছে সেই সব সমস্যার সমাধান তিনি করবেন, আর বলেন তিনি পার্টি থেকে কিছু চাননা নিঃস্বার্থভাবে শুধুমাত্র কাজ করে যেতে চান, পার্টির সম্মান হলে দেশের সম্মান হবে, সেটা হলেও তাঁরও সম্মান হবে, পার্টি বাঁচলে তবে তিনি বাঁচবেন।
তাদের সংগঠন নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন তাদের সংগঠন ভালো হলেও কিছু কিছু মানুষ অহরহ দলবদল করছেন, কিন্তু সেই নিয়ে ওনার কোনও ক্ষোভ নেই।
তাদের এই বারের ভোটে শাসক পক্ষের বিরুদ্ধে কোন কোন এজেন্ডা নিয়ে তারা ভোটযুদ্ধে নামবেন তা জিজ্ঞাসা করলে তিনি বলেন, এজেন্ডা অনেক কিছুই আছে যেমন রাস্তায় জল জমে, রাস্তায় সুলভ শৌচালয় কোন ব্যবস্থা নেই, রাস্তায় তেমন আলোর ব্যবস্থা নেই, তাদের ওয়ার্ডের জনসাধারণের অনেকগুলি অভিযোগ আছে আগেরবারের কাউন্সিলের প্রতি, কাউন্সিলর এর কাছে গেলে নাকি কাউন্সিলর তাদেরকে কোনো সাহায্য করে না বরং তাদেরকে তাড়িয়ে দেন। এখানকার কাউন্সিলর এর কাছে জনসাধারণ কোন কাজের জন্য গেলে তাদেরকে বলা হয় "এখন সময় নেই পরে আসবে" আর সেসব কাজ কখনই সম্পূর্ণ হয় না। 
যখন উনাকে জিজ্ঞাসা করা হয় কাউন্সিলর যদি কাজ নাই করেন তবে আগের বার সেই কাউন্সিলর অত ভোটে কি করে জেতেন? তার প্রত্যুত্তরে তিনি বলেন "খেলা হচ্ছে, মানি পাওয়ারে তারা প্রত্যেকবার এতটা ভোট পার্থক্যে জেতে, এবারে আমরা মানি পাওয়ার এর বিরুদ্ধে ম্যানপাওয়ার নিয়ে এগোবো, আর এবারের জয় আমরাই পাবো।"
ভোট প্রচারে কি সন্ত্রাস হচ্ছে সেই প্রশ্নে তিনি বলেন, আমরা যখন আমাদের পতাকা লাগাচ্ছি আর বিপরীত দিকে তখন শাসক পক্ষ হয়ে পতাকা খুলে দিতে দিতে চলে যাচ্ছে, তারা তাদের মানি পাওয়ারে এসব করে যাচ্ছে। কিন্তু সেই সন্ত্রাসের কারণে আমরা একটুও ভয় পাচ্ছি না আমরা ম্যানপাওয়ার দিয়ে এবারে লড়বো, আমরা সন্ত্রাসের ভয় পাচ্ছি না বলেই আজ এখানে আমরা দাঁড়িয়ে আছি।
এবারের ভোটে যদি তিনি যেতেন তাহলে তিনি যে কাজগুলি সর্বপ্রথম করবেন তা হল, শিক্ষা, সুরক্ষা, রাস্তা ঘাট ইত্যাদি তৈরি করা হবে। জনগণের সমস্যা সম্পর্কে জানবো এবং তার সমাধান করার চেষ্টা করব। আমাদের একটাই মিশন সবকা সাথ, সবকা বিকাশ, আমরা জনগণের পাশে আছি।
এই কথা গুলি থেকে জানা গেল ৬ নম্বর ওয়ার্ড থেকে এবারে বিজেপি প্রার্থী প্রমিলা সিং যথেষ্ট আত্মবিশ্বাসী এবারের জয়ের জন্য, এখন নির্বাচন ও ফল প্রকাশ শুধুমাত্র সময়ের অপেক্ষা।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sourav Chattopadhyay

Related News