Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

শ্রদ্ধা হত্যাকাণ্ডে কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে বিতর্ক

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad Digital Desk:

শ্রদ্ধা ওয়ালকর হত্যাকাণ্ড নিয়ে যখন গোটা দেশ জুড়ে শোরগোল চলছে, ঠিক সেই সময় লিভ-ইন সম্পর্ক নিয়ে মন্তব্য করে বিতর্ক উস্কে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোর। ঘটনাচক্রে, তিনি শ্রদ্ধা এবং আফতাবের লিভ-ইন সম্পর্ককে দৃষ্টান্ত হিসাবে সামনে রেখেছেন। আর সেই প্রসঙ্গ তুলেই তাঁর মন্তব্য, 'শিক্ষিত মেয়েদের লিভ-ইন সম্পর্কে যাওয়া উচিত নয়।' তিনি সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন, একটি মেয়েকে বড় করে বাবা মা তাকে শিক্ষা দেন। আর একটা সময় আসে যখন সে এক ঝটকায় বাবা-মাকে ছেড়ে চলে যায়। কিন্তু লিভ-ইন রিলেশনে থাকার মানে কী? যদি একসঙ্গে থাকতেই হয় আর বাবা মা আপত্তি করে তবে আগে কোর্ট ম্যারেজ করো। যেসব মেয়ে শিক্ষিত তাদের সঙ্গেই এসব হচ্ছে। সমাজকে ওরা দেখানোর চেষ্টা করেন যে আমি সাবালক, যেকোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার রয়েছে। এসব করতে গিয়েই এমন ঘটনা হচ্ছে। আমাদের মেয়েদের ভেবে দেখা দরকার কেন আমরা এমন সম্পর্কে যাব। পড়াশোনা জানা মহিলারাই এই ঘটনার জন্য় দায়ী।.বিয়ে না করে স্বামী স্ত্রীর মতো থাকব, এটাই সমাজে অপরাধের সংখ্য়া বাড়াচ্ছে। এভাবে থাকাটা একেবারেই ভুল। এর সঙ্গেই কেন্দ্রীয় মন্ত্রীর সংযোজন, গ্রামের কম পড়াশোনা জানা মেয়েরা লিভ ইন সম্পর্কের ফাঁদে পড়ে না। পড়াশোনা জানা প্রগতিশীল মেয়েরাই এর শিকার হন। এই ধরনের সম্পর্ক নিষিদ্ধ করা উচিত। দাবি কেন্দ্রীয় মন্ত্রীর।

আফতাব ছিলেন শ্রদ্ধার লিভ-ইন সঙ্গী। কিন্তু শেষমেশ তার কী পরিণতি হল, সেটাও উদাহরণ হিসাবে তুলে ধরেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর মতে, আফতাব-শ্রদ্ধার এই ঘটনা থেকেই মেয়েদের শিক্ষা নেওয়া উচিত, কেন লিভ-ইন সম্পর্ক জড়ানো উচিত নয়। বরং অভিভাবকরা যে সম্পর্কে সম্মতি দিচ্ছেন, সেটা মেনে নেওয়াই উচিত বলে মন্তব্য কৌশলের। মেয়েদের সম্পর্কে তাঁর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন শিবসেনা নেত্রী প্রিয়ঙ্কা চতুর্বেদী। একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে কী ভাবে মহিলাদের সম্পর্কে এ ধরনের মন্তব্য করলেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রিয়ঙ্কা। টুইট করে শিবসেনা নেত্রী কটাক্ষের সুরে লেখেন, 'অবাক হচ্ছি উনি এটা বলেননি যে, এ দেশে মহিলা হয়ে জন্মানোই অন্যায়! সব কিছুর জন্য মহিলারাই দায়ী, এই ধরনের মানসিকতা দিন দিন বেড়েই চলেছে।' প্রধানমন্ত্রী যেখানে নারীশক্তির কথা বলেন, সেখানে তাঁরই মন্ত্রীর মুখে নারীদের সম্পর্কে এমন মন্তব্যে নিন্দনীয় বলেও মন্তব্য করেছেন প্রিয়ঙ্কা। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আর্জি জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রীকে অবিলম্বে বরখাস্ত করা উচিত।
#Source: online/Digital/Social Media News   # Representative Image


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ
Related News