Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

বৃহত্তর আন্দোলনের পথে রাজ্যের সরকারি কর্মীরা

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

বৃহত্তর আন্দোলনের পথে রাজ্যের সরকারি কর্মচারী সংগঠন। মূলত বকেয়া মহার্ঘ ভাতা এবং চাকরি নিয়োগে স্বচ্ছতা আনার বিষয়ে আন্দোলনের পথ বেঁছে নিয়েছেন রাজ্যের সরকারি কর্মীরা। আগামী ১৯শে ডিসেম্বর উত্তরকন্যা অভিযানের মধ্যে দিয়ে আন্দোলনের ডাক দিয়েছেন রাজ্যের সরকারি কর্মীরা। রাজ্যের সরকারি কর্মীরা বিগত কয়েক বছর ধরে তাঁদের ন্যায্য পাওনা মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত, সেই নিয়ে মামলাও হয়েছে আদালতে। কিন্তু তাতেও হুঁশ ফেরেনি রাজ্যের। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের আগে মামলা হয়েছিল রাজ্য সরকারি সংগঠন সিটে সেখানে জয় পেয়েছিল রাজ্যের সরকারি কর্মীরা। তারপরেও কর্মীদের মহার্ঘ ভাতা দিতে অস্বীকার করেছিল তারপরে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মামলা হয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার, কিন্তু তাতেও বিশেষ কিছু হয়নি। রাজ্য সরকারি সংগঠনের কথায়, সরকার ইচ্ছে করেই বারবার হাইকোর্ট সুপ্রিম কোর্ট করছে যাতে মহার্ঘ ভাতা দিতে দেরি করা যায়। অন্যদিকে গত ৮ই নভেম্বর কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে রাজ্য জানিয়েছে, এই পরিস্থিতিতে উচ্চ হারে মহার্ঘ ভাতা দিতে হলে রাজ্যে আর্থিক বিপর্যয় নেমে আসবে। অন্যদিকে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছেন রাজ্য সরকার, কিন্তু সেখানেও ত্রুটি রয়েছে। তাই এখনও সুপ্রিম কোর্টে মামলা স্থগিত রয়েছে। জানা গিয়েছে, সেই ত্রুটি সংশোধনের জন্য রাজ্যের হাতে ৯০ দিন সময় রয়েছে। তার মধ্যে ত্রুটি সংশোধন না করলে মামলা খারিজ হয়ে যাবে।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রতিবাদ-বিক্ষোভ
Related News