কানে জল গেলে কি করবেন

banner

# Pravati Sangbad Digital Desk:

স্নান বা শ্যাম্পু করতে গিয়ে কানে জল ঢুকে যাওয়ার সমস্যা খুবই সাধারণ। পুকুরে বা শাওয়ারে স্নান করতে গিয়ে অনেক সময় কানে জল ঢুকে যায়। এতে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। বিচলিত হয়ে কান ঠুকে ঠুকে জল বের করার চেষ্টার শেষ থাকে না। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। কানে জল ঢুকে গেলে সহজ কিছু উপায় অবলম্বন করলে নিমেষেই জল বের হয়ে যেতে পারে। প্রায়ই আমরা এই সমস্যার সম্মুখীন হই। একবার কানের মধ্যে জল ঢুকলেই শুরু হয়ে যায় ভোঁ ভোঁ শব্দ। অনেকেই কানে আঙুল ঢুকিয়ে বা ধাক্কা দিয়ে জল বের করার চেষ্টা করে, কিন্তু সবসময় সেই পদ্ধতি কাজে দেয় না। অনেক সময় জল নিজে থেকেই বেরিয়ে যায়। আবার কখনও কখনও জল কানের অনেক গভীরে চলে যায়, যার ফলে কানে অসহ্য যন্ত্রণা, পুঁজ, চুলকানি, রক্ত বের হওয়া, ইত্যাদি নানান সমস্যা দেখা দেয়। এমনকী এর থেকে আপনি বধিরও হয়ে যেতে পারেন! এর থেকে মুক্তি পেতে কয়েকটি দিক মাথায় রাখুন -
• যে কানে জল ঢুকবে সেই দিকে মাথাটি কাত করতে হবে। তারপর হাতের তালু রাখুন কানের ওপর এবং চাপ দিতে হবে। চাপ দিয়েই হাতটি সরিয়ে নিলে খানিকটা জল বের হয়ে যাবে। এভাবে বেশ কয়েকবার করলে পুরো জল বের হয়ে যাবে কান থেকে।
• যে কানে জল ঢুকেছে সেই কানে বালিশ চাপা দিয়ে শুয়ে পড়ুন। ঘুমিয়ে নিতেও পারেন এই সময়। ঘুম থেকে উঠে দেখবেন অনেকটাই আরাম পাচ্ছেন। জল বেরিয়ে গেছে এবং আপনার কানও হালকা হয়ে গেছে।
• এছাড়াও অন্য একটি উপায়ে বার করতে পারেন এক পায়ে দাঁড়ান এবং আপনার মাথা ঐ দিকে কাত করুন, যাতে যে কানে জল গেছে সেটি মাটির দিকে ঝুঁকে যায়।
• কানের লতি প্রসারিত করুন, যাতে কানের খোল পুরোপুরি খুলে যায় বা মাথার পাশ থেকে কান উপরে টেনে নিয়ে যাওয়াও জল বের করতে সাহায্য করে। 
• কানের জল বের করার সবচেয়ে সহজ উপায় স্বাভাবিক শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে তা বের করে ফেলা। জল ঢুকলে একটা লম্বা শ্বাস নিন। এবার দুই আঙুলে নাকের ছিদ্র বন্ধ করে সেই অবস্থাতেই শ্বাস ত্যাগ করতে চেষ্টা করুন। এই পদ্ধতি কয়েকবার অবলম্বন করলেই কান থেকে জল বেরিয়ে যাবে সহজে।
• যে কানে জল ঢুকেছে সেই দিকে পাশ ফিরে, কানের নীচে তোয়ালে রেখে কয়েক মিনিটের জন্য শুয়ে থাকুন। দেখবেন কান থেকে জল ধীরে ধীরে বেরিয়ে আসবে।
এর পরেও যদি জল না বেরোয় তবে দ্রুত চিকিৎসকের পরমর্শমতো ব্যবস্থা নিন। দরকার হলে কানে ড্রপ ব্যবহার করুন।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Aparna Dutta

Tags:

Related News