Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

করণ জোহরকে একাধিকবার প্রত্যাখ্যান করল বলিউড কিং - এর পুত্র

banner

journalist Name : Papri Chakraborty

#Pravati Sangbad Digital Desk:

 বলিউড খ্যাত করণ জোহরকে বহুবার প্রত্যাখ্যান করলো আরিয়ান খান। বলিউড বাদশার পুত্র আরিয়ান খানকে এখনো পর্যন্ত দেখা যায়নি কোনো সিনেমাতেই। সিনেমা জগতে বাবার দাপট থাকলেও অভিনয়ে একদমই নারাজ পুত্র আরিয়ান খান। করণ জোহর প্রথম থেকেই চেয়েছিলেন শাহরুখ পুত্রকে সিনেমার জগতে নিয়ে আসতে। কিন্তু বহুবার খালি হাতে ফিরতে হয়েছে তাঁকে। তিনি প্রস্তাব নিয়ে গিয়েছিলেন শাহরুখ খানের কাছে। প্রস্তাব দিয়েছেন আরিয়ান খানকেও। করণ জোহর এর আগে একাধিক তারকাকে লঞ্চ করেছেন সিনেমার জগতে। সেই তালিকায় নাম আছে আলিয়া ভাট, বরুণ ধাওয়ান ও অনন্যা পাণ্ডেদের মতো আরো অনেক তারকার। তবে কোথাও গিয়ে কোনোভাবেই রাজি করাতে পারছেননা শাহরুখ পুত্র আরিয়ানকে। বিশেষ সূত্রের খবর, করণ জোহর ভেবেছিলেন শাহরুখ পুত্রের তকমাও রয়েছে আরিয়ানের সাথে। দেখতেও বেশ ভালো। সুতরাং তাঁকে ছবিতে আনা ভীষণ সহজ হবে। কিন্তু তেমনটা হয়নি। একবার নয়, বহুবার আরিয়ান জানিয়েছেন, তিনি কোনোভাবেই অভিনয়ে আসতে ইচ্ছুক নন। কারণ তিনি ফিল্মমেকার হতে চান। ছবি বানাতে চান। করণ জোহরের আগে জোয়া আখতরও চেয়েছিলেন শাহরুখ পুত্র আরিয়ান খানকে ছবিতে নিতে। কিন্তু সেই প্রস্তাবও প্রত্যাখ্যান করেছিলেন আরিয়ান। তিনি পরিষ্কারভাবে জানিয়েছিলেন প্রথম থেকেই চেয়েছিলেন ছবি তৈরি করতে। এখনও তাই চান। ফলে বার বার ব্যর্থ হয়ে যাচ্ছেন করণ জোহর।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন
Related News