Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

চাকুরিপ্রার্থিদের বিক্ষোভে এবার উত্তাল কালীঘাট

banner

journalist Name : Papri Chakraborty

#Pravati Sangbad Digital Desk:

চাকুরীপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল মহানগরী। বেশ কিছুদিন আগেই আন্দোলন চলাকালীন এক পুলিশকর্মী আন্দোলনকারীর হাতে কামড়ে দেওয়ার অভিযোগে ঝর ওঠে লালবাজার থানার সামনে। যদিও তদন্তের পর ডেকে পাঠানো হয় ওই মহিলা পুলিশ কর্মীকে। এবার গন্তব্য কালীঘাট। আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল কালীঘাট মেট্রো স্টেশন৷ ১৬ই নভেম্বর অর্থাৎ আজ কালীঘাট মেট্রো স্টেশনের ২ নম্বর গেট দিয়ে বেরিয়ে প্রচুর চাকরিপ্রার্থী রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন৷ আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে। বেশ কিছু আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের আটক করে তুলে নিয়ে যায় পুলিশ৷ ধস্তাধস্তির সময়ে আন্দোলনকারীদের অনেকেই আঘাতপ্রাপ্ত হন। অসুস্থ হয়ে যান বেশ কিছু চাকরিপ্রার্থী৷ তাঁদের অ্যাম্বুলেন্সে তুলে স্থানীয় হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হয়৷ মোট তিনটি বাসে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের তুলে নিয়ে যায় পুলিশ৷ বিক্ষোভকারীরা অভিযোগ করেন, "২০১৫ সালে তাঁরা পরীক্ষা দিয়েছিলেন৷ কিন্তু সেই নিয়োগ এখনও হয়নি৷ বিক্ষোভের সময়ে পুলিশ আমাদের মারধর করেছে৷ আমাদের হাতে যন্ত্রণা হচ্ছে। মহিলা মুখ্যমন্ত্রী থাকার পরেও আমাদের মার খেতে হচ্ছে৷" এক্সাইড মোড়ের ঘটনার সময় রবীন্দ্র সদন চত্বরেও মেট্রো করে এসে অনেক বিক্ষোভকারী চাকরিপ্রার্থী বিক্ষোভে যোগ দেন৷ এদিনও তার ব্যাতিক্রম ঘটেনি। দেখা যায় কালীঘাটে মেট্রো স্টেশনের ২ নম্বর গেট থেকে প্রচুর বিক্ষোভকারী আসেন৷ বিক্ষোভকারীদের মধ্যে প্রচুর সংখ্যক মহিলাও ছিলেন। ঘটনাটি শুরু হয় রাসবিহারী এভিনিউয়ের সামনে৷ আন্দোলন চরম পর্যায়ে পৌঁছে গেল রাস্তার এক পাশ গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। অবশেষে প্রচুর পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়া হয়। দিনের পর দিন এভাবে আন্দোলনকারীদের প্রভাব ছড়িয়ে পড়ছে গোটা কলকাতা জুড়ে। তাঁদের দাবি একটাই। চাকরির আশায় ঘর ছেড়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বহু মানুষ। ন্যায় বিচারের আশায় একের পর এক দিন গুনে যাচ্ছে তাঁরা।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রতিবাদ-বিক্ষোভ
Related News