Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

দিল্লি এয়ারপোর্টেই বিপত্তি, আগুনের কবলে বেঙ্গালুরুগামী বিমান 'ইন্ডিগো'

banner

journalist Name : Uddyaloke Bairagi

#Pravati Sangbad Digital Desk:

রাতের আকাশেই আগুনের চোখরাঙানি। আগুন ধরলো বেঙ্গালুরুগামী বিমান 'ইন্ডিগো' তে। দিল্লি বিমানবন্দর থেকে টেক অফ এর পরেই আগুন ধরে যায় বিমানের ইঞ্জিনে। যার ফলে এমার্জেন্সি ল্যান্ডিং করাতে বাধ্য হন 'ইন্ডিগো'-র পাইলট। বিমানের সমস্ত যাত্রী এবং কর্মীরা সুস্থ আছেন বলেই খবর।

শুক্রবার, রাত তখন ৯ টা ৪৫ মিনিট। দিল্লি বিমানবন্দর থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে যাত্রীসহ রওনা হয় বিমান 'ইন্ডিগো'। দিল্লির রানওয়ে থেকে টেক অফ এর মাত্র ৫ সেকেন্ডের মধ্যেই আগুন ধরে যায় বিমানের ডান দিকের ডানায়। ঘটনার জেরে যাত্রীদের মধ্যে সৃষ্টি হয় চরম উত্তেজনা। কিছুক্ষণের মধ্যেই আগুন ধরে যায় বিমানের একটি ইঞ্জিনে।


প্রিয়াঙ্ক কুমার নামক এক যাত্রী বিমানে আগুন ধরার ঘটনাটি ক্যামেরা বন্দী করেন। সেই ছবি টুইটারে আপলোডও করেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রিয়াঙ্ক জানান বিমানটি টেক অফের মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ডান দিকের ডানায় তিনি আগুনের ফুলকি নির্গত হতে লক্ষ্য করেন। প্রথমদিকে সেই আগুন নেভানোর কোনোরূপ চেষ্টা না করায় তা ছড়িয়ে পড়ে বিমানের একটি ইঞ্জিনে। এরপরই আতঙ্কিত হয়ে পড়েন বিমানের সমস্ত যাত্রী। বিমানের কর্মীদের পক্ষ থেকে জানানো হয় বিমানে একটি গোলযোগ ধরা পড়েছে। যাত্রীদের শান্ত থাকতেও অনুরোধ‌ করা হয়। যদিও শেষপর্যন্ত কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে বিমানটিকে এমারজেন্সি ল্যান্ডিং করাতে বাধ্য হন পাইলট।
সূত্রের খবর, মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিমানটিকে দিল্লি বিমানবন্দরে পুনরায় নামানো গেলেও তৎক্ষণাৎ বিমান থেকে নামানো যায়নি যাত্রীদের। ঘড়ির কাঁটায় যখন রাত ১১ টা, ঠিক সেই সময় বিমান থেকে সুরক্ষিত ভাবে সমস্ত যাত্রী এবং বিমান কর্মীদের নামানো হয়। এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই বেঙ্গালুরুগামী অন্য একটি বিমানের মাধ্যমে সমস্ত যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হয়।
ঠিক কি কারণে মাঝ আকাশে এই দুর্যোগ ঘটল তার তদন্তে নেমেছে একটি বিশেষ টিম। তবে মৃত্যুকে খুব কাছ থেকে দেখা 'ইন্ডিগো'-র যাত্রীদের মুখে আতঙ্কের ছবি এখনও স্পষ্ট।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News