#Pravati Sangbad Digital Desk:
ত্বক উজ্জ্বলতা হারানোয় অনেকই দুশ্চিতায় থাকেন। ত্বক নিস্তেজ হওয়ার মূল কারণ হল অস্বাস্থ্যকর জীবনযাত্রার অভ্যাস- যেমন ভুল ডায়েট, সঠিক ত্বকের যত্নের অভাব, ঘুমের অভাব, অতিরিক্ত মদ্যপান সহ আরও অনেক কিছু।আমাদের ত্বক নানা কারণে উজ্জ্বলতা হারায়।মনে রাখবেন, ঘুম কম হলেই কিন্তু আপনার ত্বক ঔজ্জ্বল্য হারাতে বাধ্য। তবে তাড়াতাড়ি উজ্জ্বল ত্বক পাওয়ার কৌশল হল ঘুমোতে যাওয়ার আগে সঠিক কিছু কাজ করা। ফেসিয়াল শুরু করার আগে প্রথমেই মুখ ভাল করে ধুয়ে পরিস্কার করে নিন। বেসনের ক্লিনজার দিয়ে আগে মুখ ভাল করে ধুয়ে নিন তারপর একটি পাত্রের মধ্যে আধ চা চামচ হলুদ ও ১ চা চামচ বেসন ও সামান্য গোলাপ জল নিয়ে ভাল করে পেস্ট তৈরি করুন। এবার মুখে, ঘাড়ে লাগিয়ে ২০ মিনিট পর পরিস্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। ছয় চামচ গোলাপ জলের মধ্যে এক চামচ গ্লিসারিন, দু চামচ অ্যালোভেরা জেল আর এক চিমটি ভিটামিন সি পাউডার। সবগুলোকে ভাল মতো মিশিয়ে একটা ছোট্ট কাঁচের বোতলে ভরে রেখে দিন। রোজ রাতে মেখে ভালো করে ম্যাসাজ করে মুখ ধুয়ে ফেলুন। তৎক্ষণাৎ দারুন কাজ দেবে।