রসায়নের জন্য ঘোষণা হল নোবেল পুরস্কার বিজয়ী দের তালিকা। শার্পলেস পেলেন দু' বার !

banner

journalist Name : Dipendu Majhi

#Pravati Sangbad digital Desk:

গত সোমবার থেকে ঘোষণা শুরু হয়েছে নোবেল পুরস্কার প্রাপক দের তালিকা। চিকিৎসা বিজ্ঞান ও পদার্থবিদ্যায় ইতিমধ্যে পুরস্কার ঘোষণা করা হয়ে গেছে। এদিন ঘোষিত হল রসায়নে এবার পুরস্কার যাঁরা পাবেন তাঁদের তালিকা। এবার রসায়নে নোবেল পাচ্ছেন আমেরিকার শার্পলেস আর বার্তোজ্জি। ডেনমার্কের মর্টৈন মেলডাল ও এক‌ই সঙ্গে পাচ্ছেন নোবেল পুরস্কার। 

শার্পলেস এই নিয়ে দু'বার পেলেন নোবেল। প্রথম নোবেল পান ২০০১ সালে। এই তাঁর দ্বিতীয় নোবেল পাওয়া। 

এরপরে ঘোষণা করা হবে সাহিত্যে নোবেল পুরস্কার । শুক্রবার শান্তি পুরস্কার পাওয়া প্রার্থী বা প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে , এমন সম্ভাবনা বর্তমান। আর তার পরদিন ঘোষিত হতে পারে ইকোনমিক্সে এবারে নোবেল জয়ী ব্যক্তির বা ব্যক্তিদের তালিকা।

তবে রসায়ন শাস্ত্রে নোবেলে ফিরে আসলে বলতেই হবে, অনু জোড়া লাগানোর কাজে বিশেষ পদ্ধতি আবিস্কারের জন্য এই পুরস্কার পাওয়ার জন্য তিন বিজ্ঞানী ই অত্যন্ত উপযুক্ত। 
এতে ক্লিক কেমিরি গবেষণা অনেক দূর এগিয়ে যাবে বলেই মনে করছেন অনেকে।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিজ্ঞান আন্তর্জাতিক
Related News