Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

বিধ্বংসী বিস্ফোরণ গাজিয়াবাদে

banner

journalist Name : Riya Some

#Pravati Sangbad Digital Desk:

যখন উমাকে নিয়ে আনন্দে আত্মহারা মানুষ, তখনই এলইডি টিভি বিস্ফোরণের সাক্ষী থাকল উত্তরপ্রদেশের গাজিয়াবাদ।দুর্ঘটনায় মৃত ১৬ বছর বয়সি এক কিশোর।পাশাপাশি আহত কিশোরের মা,বৌদি ও এক বন্ধু।প্রাথমিকভাবে জানা গেছে,  এদিন মর্মান্তিক দুর্ঘটনার জেরে ধসে যায় বাড়ির একটি দেওয়াল ও কংক্রিটের স্ল্যাব।

সূত্রের খবর, মঙ্গলবার গাজিয়াবাদের এক বাড়িতে আচমকা এলইডি টিভিতে বিস্ফোরণের জেরে প্রাণ হারায় ওমেন্দ্র নামে এক কিশোর।আহত হয়েছে ওই কিশোরের মা,বৌদি সহ এক বন্ধুও। এমতাবস্থায় এদিন বিস্ফোরণে ধসে পরা ওমেন্দ্রদের বাড়ির একাংশ থেকে ধোঁয়ার কুন্ডলী বেরিয়ে আসে বলে এমনটাই জানা গিয়েছে।

উল্লেখ্য দুর্ঘটনার পরেই তড়িঘড়ি ওমেন্দ্রকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তবে সেখানেই তার মৃত্যু হয় বলে জানা যায়। পাশাপাশি মৃত কিশোরের মা-সহ দুর্ঘটনায় আহত অন্যান্যরা হাসপাতালে চিকিত্‍সাধীন ছিল।গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দুর্ঘটনা প্রযুক্তি বিদ্যুৎ
Related News