Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

নতুন সিম তোলার ক্ষেত্রে নতুন কিছু নিয়ম চালু হয়েছে

banner

journalist Name : Dipendu Majhi

#Pravati Sangbad digital Desk:

বর্তমানে প্রত্যেকটি মানুষ ই ফোন ছাড়া অচল। এটি আমাদের প্রাত্যহিক জীবনের এক অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে। তার সুযোগ নিয়ে যদিও বিভিন্ন টেলিকম কোম্পানি নিজের ইচ্ছা মতো দাম বাড়িয়ে তুলেছে। যেমন এমনিতেই কার‌ও দু'টো সিম থাকলে দু'টোতেই রিচার্জ করতে হবে, ন‌ইলে সিমটি অচল করে দেওয়া হবে। 
এবার কিছু নতুন নিয়ম টেলিকম মন্ত্রক চালু করেছে। দেখে নেওয়া যাক সেগুলো:

১) ১৮ বছরের নীচে কাউকেই আর সিম দেওয়া হবে না।
২) মানসিক ভাবে অসুস্থ কেউ সিম পাওয়ার অধিকারী হবেন না।

যদিও অন্যদিকে যারা ১৮ বছরের ঊর্ধ্বে, তাদের জন্য সিম নেওয়ার ব্যাপারটি খুব ই সুবিধাজনক হয়েছে। এখন একজন প্রাপ্তবয়স্ক মানুষের সিম পাওয়া খুব ই সোজা। সিম নেওয়ার জন্য তাকে দোকানে না গেলেও চলবে। 
বাড়িতে বসেই DIGI-LOCKER র মাধ্যমে সমস্ত তথ্য ভেরিফাই করা যাবে মাত্র ১ টাকার বিনিময়ে। বাড়িতে বসে UIDAI সিস্টেমের মাধ্যমে বাড়িতেই সিম ডেলিভারি পেয়ে যাবেন গ্রাহকেরা।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ প্রযুক্তি জনস্বার্থ
Related News