#Pravati Sangbad Digital Desk:
ছোট্ট একটি গাছে ৫ হাজার ৮৯১টি টমেটো ফলিয়ে রীতিমত ভাইরাল যুক্তরাজ্যের এক কৃষক। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলতে আবেদন কৃষকের। ছোট্ট একটি গাছে ঝুলছে হাজারে হাজারে টমেটো। সংখ্যাটা প্রায় ৬০০০ এর কাছাকাছি। একটি মাত্র গাছে এত পরিমাণে টমেটো ফলিয়ে শোরগোল ফেলে দিয়েছেন যুক্তরাজ্যের কৃষক ডগলাস স্মিথ। ছোট্ট একটি গাছে হাজার-হাজার টমেটো ঝুলতে দেখে চোখ কপালে নেটিজেনদের। জানা গিয়েছে, ৪৪ বছর বয়সী ডগলাস স্মিথ যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলের হার্টফোর্ডশায়ার এর বাসিন্দা। শখের বসে গ্রীনহাউসের মধ্যে দীর্ঘদিন ধরে করে চলেছেন বিভিন্ন গাছের চাষ। তবে তার চাষের পদ্ধতি হয় অন্যান্যদের থেকে সম্পূর্ণরূপে ভিন্ন। দীর্ঘদিন ধরে পরীক্ষা-নিরীক্ষা করে বানিয়েছেন অদ্ভুত বৈশিষ্ট্য সম্পন্ন নানান প্রজাতির গাছ। বিভিন্ন বৈশিষ্ট্যের গাছের উদ্ভাবনের জন্য স্থানীয়দের কাছে তিনি পরিচিত 'চ্যাম্পিয়ন গ্রোয়ার' নামে। জানা গিয়েছে, তিনি একটি গাছেই ফলিয়েছেন প্রায় ২০ কেজি-র মতো টমেটো। গাছ থেকে ৫ হাজার ৮৯১টি টমেটো সংগ্রহ করতে তার সময় লেগেছে প্রায় আড়াই ঘণ্টার কাছাকাছি। যদিও এটিই প্রথম নয়। পূর্বে প্রায় ২০ ফুট লম্বা একটি সূর্যমুখীগাছের চাষ করে রেকর্ড গড়েছিলেন স্মিথ। যা ব্যাপক ভাইরাল হয় নেটপাড়ায়। আর তারপরে এই ৬ হাজার টমেটো ফলিয়ে নতুন রেকর্ড স্মিথের। স্মিথ জানিয়েছেন তার এই নতুন কৃষি উদ্ভাবনটি বিশ্বরেকর্ড এর তালিকায় নিয়ে যাওয়ার জন্য তিনি আবেদন জানিয়েছেন 'গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস' এর দপ্তরে। এখনো পর্যন্ত একটি গাছে মোট ১৪৫৫ টি টমেটো ফলিয়ে বিশ্বরেকর্ডের ঝুলিতে নাম রয়েছে সুরজিৎ সিং কেইথ এর। সুরজিৎ যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডের বাসিন্দা। সুরজিৎ কে টক্কর দিতে স্মিথ জানিয়েছেন তার ফলানো টমেটোর পরিমাণ সুরজিৎ এর থেকে প্রায় চার গুণেরও বেশি। তাই 'গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস' এর কাছে তার আবেদন যেন তার এই উদ্ভাবনটিকে বিশ্বরেকর্ডের তালিকায় স্থান দেওয়া হয়। তবে স্মিথ ঠিক কবে খাতায়-কলমে এই স্বীকৃতি পেতে চলেছেন তারই প্রহর গুনছেন নেটিজেনরা।
#Source: online/Digital/Social Media News # Representative Image