Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

পুনরায় ফাটল বৌ বাজারে! ফিরে এল কয়েক মাস আগেকার ভয়াবহ স্মৃতি

banner

journalist Name : Dipendu Majhi

#Pravati Sangbad digital Desk:

২০১৯ সালে তে ইস্ট- ওয়েস্ট মেট্রো প্রকল্প শুরু হয়েছে, তার জন্য‌ই দুর্গাপাতুরি লেনে ফাটল দেখা দেয় পাঁচ মাস আগে। এবার এই ঘটনার পুনরাবৃত্তি হল ঠিক তার পাশের লেন মদন দত্তে! 

বাসিন্দারা হয়েছেন ঘর ছাড়া। তাদের রাখা হয়েছে হোটেলে। মেট্রো কর্তৃপক্ষের আধিকারিক রা দেখা করেছেন বাসিন্দা দের সঙ্গে, তাদের হোটৈলে থাকার ব্যবস্থা ও করে দিয়েছেন তবু ক্ষোভ মিটছে না মানুষের। অনেকের ই দাবি যে, বয়স্ক মানুষদের নিয়ে বারংবার এদিক ওদিক করা অত্যন্ত রকম ভাবে অসুবিধা জনক। অনেকেই বলেছেন যে, প্রত্যেকবার দুর্ঘটনা ঘটলে নড়েচড়ে বসে মেট্রো কর্তৃপক্ষ, কিন্তু কিছুদিন যেতে না যেতেই পূর্বের অবস্থায় ফিরে আসছে সব কিছু। আবার গাফিলতি র প্রমাণ এই ঘটনা।

হঠাৎ ই ভোররাতে ফাটল দেখা যায় এই এলাকার বাড়িগুলিতে। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সিপিএম নেতা মহম্মদ সেলিম, বিজেপি নেতা সজল ঘোষ ঘটনাস্থলে পৌঁছে যান। পরবর্তীকালে সেখানে উপস্থিত হন স্থানীয় বিধায়ক নয়না বন্দোপাধ্যায়। মেট্রো কর্তৃপক্ষের আধিকারিক দের সঙ্গে কথা বলেন তিনি। ক্ষতিগ্রস্ত বাড়িগুলি ঘুরে দেখেন । 

প্রাথমিক সূত্রে খবর, গ্রাউটিং এর কাজ চলার সময় হঠাৎ ই জল ঢুকে এই বিপত্তি। ইঞ্জিনিয়ার দের তাই মত। ১৫ দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে কথা দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। স্থানীয় কাউন্সিলর যদিও এক্ষেত্রে ক্ষোভ প্রকাশ করেছেন। মেট্রো কর্তৃপক্ষের জন্য বৌ বাজার এলাকাটি ই ধ্বংসের মুখে চলেছে বলে মনে করছেন তিনি। তাই স্বাভাবিক ভাবেই বারংবার ক্ষতিপূরণ কি আদতেই এই অঞ্চলের মানুষের ভীতি দূর করতে পারবে, বা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার ব্যাপারটা কি এড়িয়ে যাওয়া যাবে? সেটাই এখন বড়ো প্রশ্ন!
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

উন্নয়ন দুর্ঘটনা
Related News