Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

হোয়াটসঅ্যাপ ম্যাসেজ ব্যাকআপ নেওয়া যাবে পেন ড্রাইভে, আসছে নতুন ফিচার

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk :

বর্তমানে আধুনিক বিশ্বে একে ওপরের সাথে সংযোগ স্থাপনের অন্যতম মাধ্যম হল হোয়াটসঅ্যাপ। প্রযুক্তি যত এগিয়েছে ঠিক ততই উন্নত হয়েছে হোয়াটসঅ্যাপ পরিষেবা। ম্যাসেজিং এর সাথে এসেছে অডিও কলিং এবং ভিডিও কলিং এর মতো সুবিধা। তবে আরও একটি নতুন আপডেট নিয়ে আসতে চলেছে সংস্থা।


এতদিন ধরে হোয়াটসঅ্যাপের একটি সমস্যা ছিল ম্যাসেজ ব্যাক আপের সমস্যা। যা শুধুমাত্র অ্যাপের মধ্যেই সীমাবদ্ধ থাকতো। পরে অবশ্য গুগুল ড্রাইভের সাথে হোয়াটসঅ্যাপ তার সমস্ত নথি জমা রাখার মতো সিদ্ধান্ত নিয়েছে। তবে সূত্রের খবর, এবার থেকে নিজস্ব ল্যাপটপ, ডেক্সটপ কিংবা পেন ড্রাইভেও সেভ করে রাখা যাবে ব্যাক্তিগত কথোপকথন থেকে শুরু করে যাবতীয় গুরুত্বপূর্ণ ফাইল, ডকুমেন্ট, ছবি এবং ভিডিও। যার ফলে কোন কারণে মোবাইল হারিয়ে গেলে বা অ্যাপ চলে গেলে খুঁজে পাওয়া যায় যাবতীয় তথ্য। সংস্থার দাবি, অনেকদিন ধরেই তারা এই প্রযুক্তির ওপর কাজ করছে। খুব দ্রুত প্লে স্টোরে তাদের এই নতুন আপডেট দেখতে পাওয়া যাবে। অন্যদিকে পুরনো ম্যাসেজ খুঁজে বের করতে এতদিন হিমশিম খেতে হতো সকলকে। এই নতুন প্রযুক্তি সামনে এলে খুব সহজেই পুরনো ম্যাসেজ খুঁজে বের করা যাবে বলে দাবি করছে সংস্থা।  

#Source: online/Digital/Social Media News #RepresentativeImage 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রযুক্তি বিজ্ঞান
Related News