Flash News
Monday, September 22, 2025

এলাকাবাসী সড়ক অবরোধ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায়

banner

journalist Name : Suchorita Bhuniya

#Pravati Sangbad Digital Desk:

গঞ্জামের পুরুষোত্তমপুর পুলিশ সীমানার অন্তর্গত রামসা গ্রামের পূর্ণচন্দ্র নাহকের (৪২) স্থানীয় এবং পরিবারের সদস্যরা, যাকে রাজনৈতিক শত্রুতার জের ধরে মঙ্গলবার কিছু দুষ্কৃতী কুপিয়ে হত্যা করেছে, বুধবার বিক্ষোভ করেছে এবং কয়েক ঘণ্টা রাস্তা অবরোধ করেছে। তারা অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পূর্ণ চন্দ্র নাহক মিনাতি নাহকের স্বামী ছিলেন, যিনি এই বছরের ফেব্রুয়ারিতে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে হেরেছিলেন। মিনাতি এই জেলার পুরুষোত্তমপুর ব্লকের রুশিপুর পঞ্চায়েত থেকে সমিতির সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।  সকাল ১১টার দিকে পূর্ণচন্দ্র কোনো কাজে এই শহরে যাওয়ার পথে পাঁচজন আততায়ীর ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা তাকে চন্ডিপদর গ্রামের কাছে রেগিদি স্কোয়ারের কাছে একটি নির্জন স্থানে ফেলে রেখে তলোয়ার ও অন্যান্য ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। প্রচুর রক্তক্ষরণে পূর্ণচন্দ্রকে এখানকার এমকেসিজি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মিনাতির দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং অপরাধ স্থান থেকে একটি মোবাইল ফোন, একটি বাইক, এক জোড়া চপ্পল এবং একটি রক্তমাখা তলোয়ার জব্দ করে। একটি ফরেনসিক দল এবং স্নিফার ডগও পরিষেবাতে চাপ দেওয়া হয়েছে। ঘটনাটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছেন মিনাতি। তিনি বলেন, পরাজয়ের পর থেকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী তার স্বামীর বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছে। তিনি বলেছেন যে পূর্ণচন্দ্র জুন মাসে উড়িষ্যা হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন। বুধবার ময়নাতদন্ত শেষে লাশ গ্রামে পৌঁছালে শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা ও এলাকাবাসী বিক্ষোভ করে এবং বুধম্বাপুরুষোত্তমপুর সড়ক অবরোধ করে লাশ রাস্তায় ফেলে রাখে। রাজনৈতিক শত্রুতার জেরে পূর্ণচন্দ্রকে খুন করা হয়েছে বলে বিক্ষুব্ধ জনতার অভিযোগ। তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও তার পরিবারের সদস্যদের পুলিশি নিরাপত্তার দাবি জানান।




Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রতিবাদ-বিক্ষোভ
Related News