Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

মুখের ভেতরে ঘা হচ্ছে বারবার, সাবধান! বড় কোনো রোগের লক্ষণ নয় তো

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

মুখে বারবার ঘা হচ্ছে! ফোসকা পড়ছে মুখের ভেতরের অংশে! অসহ্য জ্বালা, যন্ত্রণা, মাঝে মধ্যে পুঁজ বের হয়? তাহলে সাধারণ রোগ ভেবে অবহেলা করবেন না। মুখের ঘা ইঙ্গিত দিতে পারে বড় কোনো বিপদের। আমাদের সকলের প্রায়ই এই ধরনের রোগ দেখা যায়। সাধারণ রোগ ভেবে ভিটামিনের ওষুধ কিংবা ঘরোয়া উপায়ে রোগ নিরাময়ে ব্যস্ত হয়ে পড়ি আমরা। কিন্তু চিকিৎসকরা বলছেন, অনেক সময় শরীরে বড় রোগের জানান দেয় এই রোগ। বেশির ভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে যাদের মধুমেহ রয়েছে অথবা যারা ইনহেলার ব্যবহার করেন তাদের মুখে এই ধরনের ফাঙ্গাল ইনফেকশন হয়। তাই ইনহেলার ব্যবহার করে মুখ ধুয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সেই সাথে ক্যান্সারের মতো মারাত্মক রোগের লক্ষণ হিসাবেও অনেক সময় মুখে ঘা দেখা দিতে পারে। তাই বারংবার মুখে ঘা বা জ্বালা যন্ত্রণা অনুভব হলে অবহেলা না করাই ভালো। পাশাপাশি মুখের ভেতরে ভাঙা দাত থাকলে জিভ না গালের অংশে ঘষা খায়। সেই কারণেও মুখে ঘায়ের মতো রোগ দেখা দিতে পারে। আর স্বাভাবিক ভাবেই মুখের ঘা নিয়ে খাবার খেলে অসহ্য জ্বালা অনুভব হয়। গবেষণায় দেখা গেছে, যারা ধূমপান, গুটখা কিংবা তামাক সেবন করেন তাদের এই সমস্যা বেশি করে হয়। কারণ তামাক জাত দ্রব্যের মধ্যে প্রচুর পরিমাণে ক্ষতিকারক রাসায়নিক থাকে, সেই কারণে অনেক সময় মুখের ভেতরে ঘায়ের মতো সমস্যা দেখা দেয়।


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

স্বাস্থ্য
Related News