Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

সপ্তমী থেকে দশমী বৃষ্টিপাতের আশঙ্কা!

banner

journalist Name : Suchorita Bhuniya

#Pravati Sangbad Digital Desk:

বাঙালির সব থেকে বড় উৎসব শুরু হতে চললো কিন্তু ফের ঘূর্ণাবর্তের আশঙ্কা দিচ্ছে আবহাওয়া দপ্তর। পুজোর আকাশে ফের ঘনীভূত দুর্যোগের মেঘ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানিয়েছে, পুজোয় এবার ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, পুজোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায়। আপাতত ষষ্ঠী পর্যন্ত আবহাওয়া পরিষ্কার থাকলেও দেবীর বোধন হতে না হতেই শুরু হবে বৃষ্টিপাত। ২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ২ অক্টোবর সপ্তমী থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব-মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। এর কারণে সৃষ্টি হতে পারে বৃষ্টিপাত সহ ঘূর্ণিঝড়। বর্তমান পরিস্থিতি অনুসারে দক্ষিণবঙ্গের উপকূলজেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টি হতে পারে কলকাতা (Kolkata Rainfall Update), উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই। মূলত দিনভর বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বঙ্গের দক্ষিণ অংশে। কলকাতার অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও উত্তরে মূলত পুজোর শুরুর দিনগুলিতে আবহাওয়া মনোরম থাকবে কিন্তু পরের দিকে বাড়বে বৃষ্টি। ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। ৪ ও ৫ অক্টোবর অর্থাৎ নবমী ও দশমীতে বৃষ্টি হবে উত্তরেও।


#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

আবহাওয়া
Related News