Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

আমরোহা তে বিয়ে বাড়িতে বিপত্তি! পাত্রপক্ষ কে আধার কার্ড দেখিয়ে ঢুকতে হল ভিতরে।

banner

journalist Name : Dipendu Majhi

#Pravati Sangbad Digital Desk:

বিয়ে বাড়িতে এখন আর সবকিছু এতটা সহজ নয় সবকিছু আগের মতো। অপরিচিতের বিয়ে বাড়িতে ঢুকে পড়ে বেমালুম খেয়ে আসার যে গল্প এতকাল শোনা যেত, এখন সেসব একেবারেই সম্ভব নয়। কিছুদিন আগেই ক্যাটরিনা কাইফ আর ভিকি কৌশলের বিয়ে খবরের হেডলাইন তৈরি করেছিল নিরাপত্তার বাড়াবাড়ি র জন্য। কিন্তু তারা তো সেলেব! উত্তর প্রদেশের আমরোহার হাসানপুরে যে এমন ঘটনা ঘটতে পারে এ কথা অনেকের কাছেই ছিল অকল্পনীয়। আসলে হয়েছে কী, পাত্রপক্ষ আমরোহা তে আসলে এক‌ইসঙ্গে আরও একটি দল সেখানে এসে পড়ে। এটি ছিল অন্য বিয়ের পাত্রপক্ষ। কণ্যাপক্ষ খাবার দেওয়া শুরু করলে , দু'পক্ষ সমবেত হয়েই খেতে চলে আসে। এতে কণ্যাপক্ষ ঘাবড়ে গিয়ে হঠাৎ ই পরিবেশন করা বন্ধ করে দেয় এবং সবার কাছে আধার কার্ড দাবি করে। এতে সবাই বেশ ফাঁপড়ে পরে। অতিথিদের মধ্যে যারা সত্যিকারে এই বিয়ের বরপক্ষ হয়ে এসেছিল, তারাও বিয়ের খাওয়া থেকে বঞ্চিত হয়। এতে সবার মধ্যেই অসন্তোষ শুরু হয়। যদিও শেষ পর্যন্ত কয়েকজন সমঝদার মানুষের তত্ত্বাবধানে পরিস্থিতি শান্ত হয়। তবে এমন এক ঘটনা সত্যিই অত্যন্ত বিরল একটি ঘটনা ---- এ কথা স্বীকার করে নিয়েছেন সকলেই।


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ
Related News