টানা পাঁচ দিন ধরে চলছে কুর্মিদের রেল অবরোধ, দক্ষিণ পূর্ব রেলে বাতিল ২৫০টির কাছাকাছি ট্রেন

banner

#Pravati Sangbad Digital Desk :

তপশিলি উপজাতি তালিকায় নিজেদের অন্তর্ভুক্তি এবং মাতৃভাষাকে মান্যতা দেওয়ার দাবিতে চলছে কুর্মিদের বিক্ষোভ। গত মঙ্গলবার থেকে আজ শনিবার, টানা পাঁচদিন ধরে চলছে বিক্ষোভ কর্মসূচী। জ্র জেরে ব্যাহত হচ্ছে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর, টাটা এবং আসানসোল চাণ্ডিল শাখাই বিপর্যস্ত রেল পরিষেবা। বাতিল একের পর এক লোকাল, দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন। সূত্রের খবর, দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে বিক্ষোভকারীদের সাথে একাধিকবার আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হয়েছে, কিন্তু বারবারই কার্যত বিফলে গিয়েছে সমস্ত চেষ্টা।


 রাঁচি খড়গপুর এক্সপ্রেস, টাটানগর স্টিল এক্সপ্রেস, হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেসের মতো একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল। রেলের তরফ থেকে জানানো হয়েছে বিক্ষোভের জেরে আপাতত বাতিল প্রায় ২৫০টির কাছাকাছি ট্রেন। অন্যদিকে রেলপথের পাশাপাশি চলছে সড়ক পথেও বিক্ষোভ, আন্দোলন। খেমাশুলিতে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রেখেছে আন্দোলনকারীরা। যার জেরে লাইন দিয়ে দাঁড়িয়ে ট্রাক, বাস। সব মিলিয়ে নাজেহাল অবস্থা যাত্রীদের।

 পুজোর মুখে এই ধরনের বড়সড় আন্দোলন চিন্তার ভাঁজ ফেলেছে ব্যবসায়ীদের মাথায়। জানা গিয়েছে, রাজ্য সরকারের কাছেও সাহায্য চাওয়া হয়েছে। অন্যদিকে রেল সূত্রে খবর, যতক্ষণ আন্দোলন চলবে ট্রেন পরিষেবা ব্যাহত হবে।


#Source: online/Digital/Social Media News   # Representative Image