Flash news
    No Flash News Today..!!
Friday, May 17, 2024

উৎসবের দিনে চুল হাইলাইট করুন ঘরে বসে! কিভাবে? জেনে নিন সেসব অবাক করা টিপস

banner

#Pravati Sangbad Digital Desk:

দেখতে দেখতে এসেগেছে উৎসবের মরশুম। বিয়েবাড়ি, ঘুরতে যাওয়া, পিকনিক, ক্রিসমাস, নিউ ইয়ার সব মিলিয়ে একেবারে জমজমাট ডিসেম্বর। আর এইউৎসবের দিনে ফ্যাশনবল জামাকাপড়ের সঙ্গে চাই মানানসই হেয়ার স্টাইল। তাই নিজেকে নতুন রূপে সাজিয়ে তুলতে ইতিমধ্যে শুরু হয়ে গেছে নানান এক্সপেরিমেন্ট। যার মধ্যে অন্যতম হাইলাইট করা। তবে পার্লারে গিয়ে হাইলাইট করা যেমন ঝুকি সাপেক্ষ তেমনই বাজার থেকে কিনে আনা রঙের ক্ষতিকর রাশানিক দ্রব্য ব্যবহারের ফলে চুলকানি, ফুসকুড়ি, খুসকি, চুল পরার মতো নানান সমস্যা দেখা দিতে পারে। আবার অনেকেরই বছর শেষে পকেটে ধরেছে টান। অথচ নিজেকেও সুন্দর রাখতে হবে। 


তাই সাতে পাঁচে না ভেবে এবার ভরসা রাখুন ঘরোয়া উপায়ে। জেনে নিন বাড়িতে বসে নিজেই কি করে চুল হাইলাইট করে নিতে পারবেন তাও আবার কোনো রকম ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত হেয়ার ডাই ব্যবহার না করেই। জেনে নিন কিভাবে 


১. চায়ের লিকারের ব্যবহার- 

চুলে হালকা লালচে আভা আনতে বাড়িতে কিনে আনুন ক্যামোমাইল টি ব্যাগ। উষ্ণ গরম জলে কিছুক্ষন টি ব্যাগ ভিজিয়ে রেখে সেই জল দিয়ে চুল ভিজিয়ে রোদে শুকিয়ে নিন। একই ভাবে বার তিনেক করলে সহজেই পাবেন লালচে আভার হাইলাইট। 


২. ভিনিগার ও মধুর মিশ্রণ- 

১ কাপ মধু, ১ টেবিল চামচ অলিভ অয়েল, ১ টেবিল চামচ এলাচ গুঁড়োর সঙ্গে ২ কাপ ভিনিগার মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিন। এবার সেই পেস্ট চুলের হাইলাইটেড অংশে লাগিয়ে শাওয়ার ক্যাপ পড়ে কয়েক ঘন্টা রেখে শ্যাম্পু করে নিলেই পাবেন সুন্দর কালার। গাঢ় রং পেতে পেস্ট লাগিয়ে সারারাত রেখে সকালে শ্যাম্পু করুন। 


৩. কন্ডিশনার ও দারচিনি- 

চুলে গাঢ় বাদামী রং করতে চাইলে পছন্দের কন্ডিশনারে সঙ্গে দারচিনি গুঁড়ো মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিন। এবার সেটা ব্রাশের সাহায্যে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে মোটা দাঁড়ার চিরুনি দিয়ে আঁচড়ে নিয়ে কয়েক ঘন্টা রেখে শ্যাম্পু করে নিলেই মিলবে গাঢ় রং। 


৪. আখরোট গুঁড়ো- 

চুলে গাঢ় লাল রং করতে চাইলে চার কাপ জলে ২ টেবিল চামচ আখরোট গুঁড়ো মিশিয়ে গরম করুন। মিশ্রণটা সারা রাত রেখে দিন। সকালে শ্যাম্পু করার পর এই মিশ্রণ ১৫ মিনিট চুলে লাগিয়ে রাখার পর জল দিয়ে ধুয়ে নিলেই পাবেন পছন্দের লালচে রং। 


৫. লেবুর রস- 

কাঁচা পাকা চুলের মধ্যে লুকিয়ে থাকা সাদা ভাব মেটাতে ব্যবহার করুন লেবুর রস। সমপরিমান লেবুর রসের সাথে জল মিশিয়ে চুলের গোছায় লাগিয়ে ফয়েল পেপার মুড়ে রোদে রাখুন। একই ভাবে ২-৩ বার করার পর শ্যাম্পু করে নিলেই মিলবে ফল।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sohini Chatterjee

Related News