#Pravati Sangbad Digital Desk:
গতকাল বেলা ১২টা ১৫ মিনিট নাগাদ সিবিআই আধিকারিকরা পৌঁছায় অনুব্রত মণ্ডলের বাড়ি, তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে। কিন্তু সুকন্যা মণ্ডল দেখা না করে জানিয়ে দেন, “বাবা হেফাজতে, মাকে হারিয়েছি। এখন কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়”। এই ঘটনার পরে ঠিক বিকেলবেলা উঠে আসে আরও এক তথ্য। টেট পাশ না করেই প্রাইমারী স্কুলে শিক্ষিকার কাজ করেন সুকন্যা মণ্ডল। তবে নামেই শিক্ষিকা, চাকরিতে যোগ দিয়েছেন অনেক বছর আগেই, কিন্তু একদিনও স্কুলেই যাননি তিনি। শুধু তাই নয়, তাঁর বাড়িতেই নাকি চলে আসতো স্কুলের রেজিস্টার খাতা। পাশাপাশি অনুব্রত-কন্যা ছাড়াও চাকরি পেয়েছেন আরও ৫জন। গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেয় আজ হাইকোর্টে সুকন্যা মন্দল-সহ বাকি ৫ জনকে হাজিরা দেওয়ার। সূত্রের খবর, ইতিমধ্যেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সুকন্যা। তবে ৬ জনের মধ্যে একজনের অভিযোগ তিনি টেট পাশ করেই চাকরিতে যোগ দিয়েছেন। এদিন বোলপুর থানায় লিখিত অভিযোগ জানাতে গিয়েছিল সুমিত মণ্ডল, কিন্তু আদালতের বিচারাধীন থাকার কারণে অভিযোগ নেয়নি পুলিশ। সুমিতের বক্তব্য, “আমি অনলাইনে দেখেছি আমি টেট পাশ করেছি, যদিও সেই শংসাপত্র আমার কাছে নেই। কিন্তু আমি আদালতে যাবো, সব রকম সহযোগিতা করবো”। রাজ্যের শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় সম্প্রতি গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গতকাল তাঁর প্রাক্তন দেহরক্ষী বিশ্বম্ভর মণ্ডলের বিরুদ্ধেও রাজনৈতিক প্রভাব খাতিয়ে ১০ জনের চাকরির তথ্য সামনে এসেছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, নিয়োগ সংক্রান্ত যাবতীয় নথি সমেত আদালতে হাজিরা দেওয়ার জন্য।