Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

‘হ্যালো’ বলার দিন শেষ, ফোন ধরে বলতে হবে ‘বন্দেমাতরম’

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

ফোন ধরে ‘হ্যালো’ বলেন নিশ্চয়। পুরনো অভ্যাস বদলে ফেলুন, ফোন দরে ‘হ্যাল’-এর পরিবর্তে বলতে হবে ‘বন্দেমাতারম’। এবার একে অপরকে ‘হ্যালো’ বলে ফোনে সম্বোধন করার দিন শেষ। সম্প্রতি এমনটাই বলছেন মহারাষ্ট্রের সংস্কৃতি মন্ত্রী সুধীর মুঙ্গানতিয়ার। রবিবার এক সাক্ষাৎকারে তিনি এমনটাই জানিয়েছেন। সম্প্রতি পালা বদল হয়েছে মহারাষ্ট্রের রাজনীতিতে, নতুন করে গঠিত হয়েছে মন্ত্রীসভা। মন্ত্রীসভা গঠনের একমাস যেতেই এমনটাই দাবি করলেন সে রাজ্যের সংস্কৃতি মন্ত্রী। তিনি আরও বলেছেন, “আমরা স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ করলাম। কিন্তু ৭৫ বছর পরেও কেন ব্রিটিশদের মতো অভ্যাস রাখবো।“ তিনি আরও বলেন, “হ্যালো বলতে ব্রিটিশরাই শিখিয়েছিল। একটা সময় আমদের ওপর অমানবিক অত্যাচার চালিয়েছে তারা। তাই একটা বড় পরিবর্তন খুবই প্রয়োজন”। জানা গিয়েছে মহারাষ্ট্রে আগামীকাল অর্থাৎ ১৮ই আগস্ট রাজ্যের বিধানসভায় এই নতুন বিল পাস করানো হবে। সূত্রের খবর, প্রথমে সে রাজ্যের সরকারি কর্মচারীদের দিয়েই এই নতুন আইন চালু করতে চাই সরকার। প্রত্যেক সরকারি কর্মীদের ‘হ্যাল’-র পরিবর্তে ‘বনেমাতরম’ শব্দ ব্যাবহার করতে হবে। আগামী ২৬শে জানুয়ারি পর্যন্ত মহারাষ্ট্রে এই কর্মসূচী পালিত হবে বলে জানতে পারা গিয়েছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ
Related News