#Pravati Sangbad Digital Desk:
গত একমাস ধরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঠিকানা প্রেসিডেন্সি জেল। মন্ত্রিত্ব গিয়েছে অনেকদিন। এবার বিধানসভার বেতনেও কাটছাঁট। বিধানসভা সূত্রে খবর, বিভিন্ন কমিটির বৈঠকে যোগ দেওয়ার জন্য ৬০ হাজার টাকা করে ভাতা পান সব বিধায়কেরা। পাশাপাশি থাকে বিধায়কদের বেতন হিসাবে ২২ হাজার টাকার কাছাকাছি। সব মিলিয়ে বেতন যায় ৮০ হাজারের ঘরে। কিন্তু এবার মাত্র ২১ হাজার ৮৭০ টাকাতেই সন্তুষ্ট থাকতে হবে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। গত ২৩শে জুলাই রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তারপরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত তাঁর মন্ত্রীসভা থেকে পার্থবাবুকে অপসারণ করে। গঠিত হয় নতুন মন্ত্রীসভা। মন্ত্রিত্ব হারানোর পাশাপাশি এবার বেতনেও অপসারিত রাজ্যের প্রাক্তন মন্ত্রী। বিধানসভা সূত্রে খবর, বিধানসভায় বিধায়কদের জন্য প্রায় ৪১টি বিভিন্ন কমিটি রয়েছে। প্রত্যেক বিধায়কদের নুন্যতম ২টি করে কমিটিতে রাখা হয় তাদের ভাতা নিশ্চিত করার জন্য। তবে আপাতত পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন জেলে, কবে ছাড়া পারেন কেউ জানে না। বিধাসভার গাড়িও জমা দিয়েছেন তিনি। বিধানসভায় তাঁর ঘরের বাইরে থেকে খুলে ফেলা হয়েছে নামের ফলক। বিধায়কদের মতে, তাঁকে এই অবস্থাতে এত বেতন দেওয়ার কোন অর্থ নেই। পাশাপাশি রাজ্যের তরফ থেকেও পার্থ চট্টোপাধ্যায়ের সদস্য পদ নিয়ে কোন নির্দেশ এসে পৌঁছায়নি। বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, কোন মন্ত্রীকে বিধানসভার কমিটিতে রাখা যায় না, অন্তত বিধানসভার আইন তাই বলছে। সদ্য ভারপ্রাপ্ত রাজ্যের ৯ মন্ত্রীর নামও নেই কমিটির তালিকাই।