Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

বারবার জল খাচ্ছেন, মূত্র ত্যাগ হচ্ছে অতিরিক্ত! সাবধান ডায়াবেটিস ইনসিপিডাস বাসা বাঁধছে শরীরে

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

বর্তমানে সুগার প্রেসার থাইরয়েডের মতো রোগ ঘরে ঘরে। এই রোগগুলির মধ্যে সবগুলিই অনিয়ন্ত্রিত জীবনযাপন অথবা জিনগত হতে পারে। তবে সুগারের মধ্যে অন্যতম হলো ডায়াবিটিস ইনসিপিডাস। এই রোগের লক্ষণ হলো বারবার জল তেষ্টা এবং অতিরিক্ত মুত্র ত্যাগ। যদিও সাধারণ সুগারের ফলেও মূত্র ত্যাগের পরিমাণ অনেকটাই বাড়ে। কিন্তু ডায়াবিটিস ইনসিপিডাসের ফলে একদিন ২০ লিটারের বেশি মূত্র ত্যাগ হতে পারে। চিকিৎসকরা জানাচ্ছেন শরীরে ভেসপ্রেসিন হরমোনের পরিমাণ বেড়ে গেলে এই রোগের দেখা দেয়। তবে সঠিক সময়ে রোগ ধরা পড়লে নিয়ন্ত্রণ খুবই সহজ। প্রাথমিক ভাবে এই রোগ ধরা পড়লে রোগীকে জল খাওয়া থেকে বিরত রাখা হয় কিছু সময়ের জন্য। ফলে মূত্র ত্যাগের পরিমাণ কমে অনেকটাই। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ধরনের লক্ষণ দেখা দিলে প্রথমেই চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। পাশাপাশি মূত্র এবং রক্ত পরীক্ষার মাধ্যমেও এই রোগের চিহ্নিতকরণ সম্ভব। চিকিৎসকের পরামর্শ মতো চলার কথা বলছেন বিশেষজ্ঞরা। শরীরে ভেশপ্রেসিন হরমোনের মাত্রা অনুযায়ী ওষুধ কিংবা ইনজেকশনের মাধ্যমে রোগের নিরাময় করা সম্ভব।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

লাইফস্টাইল স্বাস্থ্য
Related News