Flash News
Monday, September 22, 2025

দক্ষিনবঙ্গে বাড়বে তাপমাত্রা, আবারও কি হতে পারে নিম্নচাপ?

banner

journalist Name : Suchorita Bhuniya

#Pravati Sangbad Digital Desk:

নিম্নচাপের প্রভাব কাটার পরেই তাপমাত্রা (Temperature) বাড়তে আরম্ভ করেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দফতর (Weather) জানাচ্ছে, চলতি সপ্তাহে তাপমাত্রা আরও বাড়বে দক্ষিণবঙ্গে, সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। ‌কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে আজ। তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশিই থাকবে। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বজ্রগর্ভ মেঘের কারণে স্থানীয়ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরমের অস্বস্তি বজায় থাকবে। উত্তরবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ। সঙ্গে তাপমাত্রা বাড়বে। স্বাভাবিকের তুলনায় ৩-৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে, জানিয়েছে হাওয়া অফিস। কোথাও কোথাও স্থানীয়ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিতে থাকবে উত্তরবঙ্গ।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

আবহাওয়া
Related News