Flash News
Monday, September 22, 2025

মাঙ্কিপক্সের থাবা ভারতে

banner

journalist Name : Riya Some

#Pravati Sangbad Digital Desk:

কোভিড ১৯ ভাইরাস সংক্রমণের চতুর্থ ঢেউয়ের পাশাপাশি আরও একটি শক্তিশালী ভাইরাস "মাঙ্কিপক্স ভাইরাস" আক্রমণ ঘটল ভারতে। আপাতত ৭৫টি দেশে মাঙ্কিপক্সে আক্রান্তের হদিশ মিলেছে।এখনও পর্যন্ত সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ১৬হাজার। প্রাণহানি হয়েছে মোট পাঁচজনের। ভারতে ইতোমধ্যে দিল্লি, কেরালায় মাঙ্কিপক্সে আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে বলে এমনটাই জানা গিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) পক্ষ থেকে মাঙ্কিপক্সকে ‘গ্লোবাল ইমার্জেন্সি’ হিসেবে ঘোষণা করা হয়েছে। ফলে এর শক্তিশালী প্রভাব নিয়ে রীতিমত ত্রস্ত সারা বিশ্ব।এই সংক্রমণ নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে। ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে যে লক্ষণগুলি দেখা দিতে পারে তা এখন আর অজানা নয়।
উল্লেখ্য সাম্প্রতিক একটি গবেষণায় জানা গিয়েছে, মাঙ্কিপক্সের প্রাথমিক উপসর্গগুলি হল- জ্বর,মাথাব্যথা, পেশিতে ব্যথা,পিঠে ব্যথা,শীত শীত বোধ হওয়া ইত্যাদি।এমনকি ধীরে ধীরে মুখে,হাতে ও পায়ের তালুতে র‍্যাশের বের হতে দেখা যায়।তবে এই র‍্যাশগুলি কিছুদিন পর ফোস্কার মত আকার ধারণ করে বলে জানা গিয়েছে।
মাঙ্কিপক্স সংক্রমণের গুরুতর লক্ষণ -
সম্প্রতি গবেষণায় দেখা গিয়েছে, সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মাঙ্কিপক্স ভাইরাস সংক্রমণের তিনটি নয়া গুরুতর লক্ষণ সনাক্ত করা গিয়েছে।মাঙ্কিপক্সের ভাইরাস দ্বারা সৃষ্ট ফুসকুড়ির পাশাপাশি আরও তিনটি গুরুতর উপসর্গের দেখা মিলেছে। যৌনাঙ্গে ক্ষত,মুখে ঘা,মলদ্বারে ঘা - এই তিন উপসর্গ ছাড়াও সাধারণ জ্বর,পিঠে ব্যথা,গলা ব্যথা,লিম্ফ নোড ফোলা, মাথা ব্যথা,ফোসকা, চরম ক্লান্তি সৃষ্টি করে।মাঙ্কিপক্সের অস্বাভাবিক কিছু লক্ষণ রয়েছে, তার মধ্যে হল মুখের মধ্যে ও পায়ুতে ঘা, আলসার।
দেখে নিন কীভাবে নিরাপদে থাকবেন -
☆ যাদের সংক্রমণের উপসর্গ রয়েছে, তাদের থেকে দূরে থাকুন। 
☆ ত্বকের কোনো ফোস্কা স্পর্শ করবেন না।তা মাঙ্কিপক্স বা গুটিবসন্ত বা অন্য যেকোনো রোগই হোক না কেন।
☆ ভাইরাসে সংক্রমণের উপসর্গ দেখা দিলে রোগীর ব্যবহৃত পোশাক,বিছানার চাদর,তোয়ালে স্পর্শ করবেন না।
☆ এই সময় খাবারের পাত্র বা কাপ অন্যদের সঙ্গে ভাগ করা উচিত নয়।এমনকি আলিঙ্গন করাও উচিত নয়।
☆ ত্বকের যেকোনও অংশে স্পর্শ করার আগে সর্বদা সাবান দিয়ে হাত ধুয়ে নিন।এবং অবশ্যই বারবার স্যানিটাইজার ব্যবহার করুন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

মহামারি
Related News