Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

ত্বকের আর্দ্রতা কমছে! জেনে নিন কিভাবে বুঝবেন ত্বক আর্দ্রতাহীন হয়ে পড়ছে কিনা

banner

journalist Name : Riya Some

#Pravati Sangbad Digital Desk:

বিভিন্ন কারণেই আমাদের ত্বক নিজস্ব আর্দ্রতা হারাতে থাকে।অনেকেই মনে করেন, আবহাওয়ার ওপর ভিত্তি করে ত্বকের নানান সমস্যার পার্থক্য দেখা যায়।অবশ্য এক্ষেত্রে ত্বক বিশেষজ্ঞরা একমত নন।কারণ ত্বকে যদি কোনরকম সমস্যা থেকে থাকে,তবে তা সবসময়ই থাকে।সেক্ষেত্রে কোনও কোনও মরসুমে হয়তো তা মাথাচাড়া দিয়ে ওঠে।যেমন, ত্বকের আর্দ্রতা হ্রাস পাওয়া। স্বাভাবিকভাবে সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি ত্বকের উপর ক্ষতিকর প্রভাব ফেলে।ফলে গ্রীষ্মে ত্বকের সমস্যা বেশি দেখা গেলেও, বর্ষাতে কিন্তু ত্বক শুকিয়ে যেতে পারে ত্বক।আর্দ্রতাহীন ত্বকের দেখা দেয়।প্রসঙ্গত, বর্তমানে ব্যস্ত জীবনে বেশিরভাগই কর্মসূত্রে যাওয়া-আসা করে থাকে।যার ফলে অনেককেই দীর্ঘক্ষণ বাতানুকূল পরিবেশে কাটাতে হয়।এমতাবস্থায় পর্যাপ্ত পরিমাণ আর্দ্রতার অভাবে অল্প বয়সেই ত্বকে বলিরেখা চলে আসে। একনজরে দেখে নিন কিভাবে বুঝবেন ত্বকের আর্দ্রতা হ্রাস পাচ্ছে -
■ ত্বকে র‌্যাশ, চুলকানি, ব্রণ হওয়া।
■ ত্বক অতিমাত্রায় স্পর্শকাতর হয়ে যাওয়া। ত্বকে লালচে ভাব, মেচেতার উপদ্রব।
■ ত্বকের ঔজ্জ্বল্য হ্রাস পাওয়া।ফলে ত্বকের ক্রমশ নিস্তেজ হয়ে পড়ে।
■ ত্বকে বলিরেখা ও চোখের তলায় কালি পড়ে যাওয়া।
এছাড়াও, আর্দ্রতাহীন ত্বক প্রচণ্ড শুষ্ক হয়ে পড়ে।যার জেরে নানা রকম লালচে দাগ ছোপ দেখা যায়।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

লাইফস্টাইল স্বাস্থ্য
Related News