Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

আজ দিল্লিতে মোদী-মমতা সাক্ষাৎ, ক্রমশ বাড়ছে জল্পনা

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

বর্তমানে অপা কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি, গত বুধবারই গঠন হয়েছে নতুন মন্ত্রীসভাও। রাজ্যের মন্ত্রীসভা থেকে বাদ পড়েছেন অনেকেই, এরই মাঝে মুখ্যমন্ত্রীর দিল্লি সফর। চার দিনের দিল্লি সফরে উড়ে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজ বিকেলে প্রধানমন্ত্রীর দপ্তরে নরেন্দ্র মোদীর সাথে দেখা করবেন তিনি।
এসএসসি দুর্নীতি কাণ্ডে যখন রাজ্যের মন্ত্রী গ্রেফতার হয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সাথে ঠিক সেই সময়ই মুখ্যমন্ত্রীর দিল্লি উড়ে যাওয়াকে স্বাভাবিক ভাবেই সাদা চোখে দেখতে নারাজ বামফ্রন্ট এবং বাংলা কংগ্রেস, যদিও তা মানতে নারাজ তৃণমূল কংগ্রেস এবং গেরুয়া শিবির। সূত্রের দাবি, কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া অর্থের পরিমাণ প্রায় ১০০ কোটির কাছাকাছি, পাশাপাশি বিভিন্ন প্রকল্প নিয়েও চলছে টানাপোড়েন, যার জেরে আবাস যোজনা, সড়ক যোজনার মতো প্রকল্প থমকে রয়েছে বহুদিন ধরেই, সেই কারণেই মোদী-মমতা সাক্ষাৎ। শুধু প্রধানমন্ত্রী নন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ করবেন দেশের নবনিযুক্ত রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুর সাথেও। উল্লেখ্য এর আগেও যখন রাজ্যের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর সাথে গ্রেফতার হচ্ছিলেন একের পর এক নেতা, ঠিক সেই সময়ও নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে দিল্লি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, এই সাক্ষাৎকারকে সেই একই ঘটনার পুনরাবৃত্তি বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের সাথে দেখা করার আবেদন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন বঙ্গ বিজেপির নেতারাও।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News