Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

দেশের প্রথম সম্পূর্ণভাবে নিরামিষ ট্রেন দিল্লি কাটরা বন্দে ভারত এক্সপ্রেস

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

ট্রেনে যাত্রা করতে ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। জঙ্গলের ভেতর দিয়ে ট্রেনের যাত্রা বা পাহাড়ের মধ্যে দিয়ে ট্রেনে যাত্রা কিংবা রাজস্থানের মরুভূমির মধ্যে দিয়ে, ট্রেনে যাত্রা মানেই রোমাঞ্চকর বিষয়। আর যাত্রী সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেল প্রতিদিনই নতুন নতুন পন্থা অবলম্বন করছে, এবার সেই তালিকাতেই যুক্ত হল দেশের প্রথম সম্পূর্ণভাবে নিরামিষ ট্রেন। দিল্লি কাটরা বন্দে ভারত এক্সপ্রেসে এই সুবিধা দেওয়া হচ্ছে, যা নিরামিষ আহার গ্রহণকারী মানুষদের জন্য।সেই সাথে জানা গিয়েছে, শুধু নিরামিষ খাবার ট্রেনের মধ্যে পাওয়া যাবে তাই নয়, ট্রেনের মধ্যে কোন যাত্রী আমিষ খাবার নিয়েও উঠতে পারবেন না, পাশাপাশি ট্রেনের হেঁসেল ঘরের কর্মীরাও খেতে পারবেন না আমিষ খাবার। তবে শুধু খাবারের দিকেই নয়, ট্রেনের বাথরুম কিংবা যে কোন কাজে ব্যাবহার করা সাবান হবে পুরোপুরি ভাবে ভেষজ অর্থাৎ কোন রকম প্রাণীর চামড়া বা চর্বি দিয়ে প্রস্তুত করা যাবে না। জানা গিয়েছে সাত্ত্বিক কাউন্সিল অফ ইন্ডিয়া দিল্লি কাটরা বন্দে ভারত এক্সপ্রেসকেই এই শংসা পত্র দিয়েছে, পাশাপাশি বেনারসগামী আরও বেশ কিছু ট্রেনকে এই তালিকাই আনতে চাই তারা। ভারতীয় রেলের সংস্থা irctc এর সাথে এমনই চুক্তি হয়েছে সাত্ত্বিক কাউন্সিল অফ ইন্ডিয়ার|

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ প্রযুক্তি
Related News