Flash News
Monday, September 22, 2025

রাজ্যে বাড়ছে উপসর্গহীন করোনা আক্রান্তের সংখ্যা

banner

journalist Name : SRIJITA MALLICK

#Pravati Sangbad Digital Desk:

রাজ্য ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। তবে এবার করোনার কোনও উপসর্গ দেখা যাচ্ছে না। উপসর্গহীন করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। এমনিই তথ্য উঠে আসছে সেন্টিনেল সার্ভের রিপোর্টে। সেখানে বলা হয়েছে রাজ্যের ৯ জেলায় নন্দীগ্রাম ও বসিরহাটে সংক্রমণ-হার ১০ শতাংশের বেশি।কিছু জায়গায় সংক্রমণ-হার ছাড়িয়েছে ২০ শতাংশও বেড়েছে।
 ইতিমধ্যে রাজ্যের ১১ জায়গা লাল তালিকাভুক্ত করা হয়েছে। লাল তালিকায় থাকা জেলা গুলি হল নন্দীগ্রাম , বসিরহাট, উত্তর ২৪ পরগণা, দার্জিলিং,উত্তরদিনাজপুর, কালিম্পং, পশ্চিম বর্ধমান,হাওড়া, পূর্ব বর্ধমান ,কলকাতা ও নদিয়া। কলকাতার পজেটিভিটি রেট ১৩ শতাংশের ওপরে। হলুদ তালিকা ভুক্ত হয়েছে রামপুরহাট স্বাস্থ্য জেলা সহ ৮ জেলা । জেলাগুলি হল জলপাইগুড়ি, মালদা, হুগলি, আলিপুরদুয়ার, রামপুরহাট, দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিম মেদিনীপুর,বাঁকুড়া ও দক্ষিণ দিনাজপুর। একমাত্র মুর্শিদাবাদের অবস্থা বেশ স্বস্তি দিচ্ছে। সেখানে সংক্রমণ-হার ১ শতাংশের নীচে।রিপোর্টে বলা হয়েছে, যারা করোনা আক্রান্ত হননি। শরীরে করোনার কোনও উপসর্গ নেই। তাঁদের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়। মূলত তাঁরা অন্য কোনও চিকিত্‍সার জন্য হাসপাতালে এসেছিলেন। সেই নমুনা থেকেই ধরা পড়ছে এই সংক্রমণ হার। ৬ থেকে ৮ জুলাইয়ের মধ্যে হয়েছিল এই সমীক্ষা। এই রিপোর্ট ঘিরে বাড়ছে উদ্বেগ।সেন্টিনেল সার্ভের রিপোর্ট বলছে, প্রতিদিন যে পরিসংখ্যান সামনে আসে, রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটা তার চেয়ে সম্ভবত অনেকটাই বেশি।
মহারাষ্ট্র, কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি নিয়ে চিন্তা বাড়ছে স্বাস্থ্যমন্ত্রকের।সোমবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬৭৮। যা গতকালের তুলনায় বেশ খানিকটা কম। একদিনে দেশে করোনায় মৃত্যু ২৬ জনের। পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ১ লক্ষ ৩০ হাজার ৭১৩ জন। দেশে দৈনিক করোনা পজিটিভিটি রেট ৫.৯৯ শতাংশ।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

মহামারি
Related News