ফিরছে পৌষমেলা, খুশির আমেজ বিশ্বভারতী চত্বরে

banner

journalist Name : Tamoghna Mukherjee

#Pravati Sangbad Digital Desk:

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের অন্যতম বড় উৎসব পৌষমেলা। সারা রাজ্যের এবং রাজ্যের বাইরের পর্যটকরা এসে ভিড় করে এই মেলায়। স্বাভাবিকভাবে ওই এলাকার ব্যাবসায়ীরা এই উৎসবের  দিকে তাকিয়ে থাকে। মূলত বোলপুরের হস্তশিল্পের ব্যাবসায়ীরা এই মেলার জন্য অধীর চিত্তে অপেক্ষা করে। তবে শান্তিনিকেতনে শুধুমাত্র পৌষমেলা নয়, বসন্ত উৎসব সমানভাবে জনপ্রিয়।
মারন ভাইরাস করোনা সংক্রমণের কারনে বিগত ২ বছর এই উৎসব বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই বছর করোনার গ্রাফ কিছুটা নিম্নমুখী হওয়ায় পৌষমেলা আয়োজন করার ইচ্ছা প্রকাশ করে বেঙ্গল সরকারকে চিঠি দিয়েছেন উপাচার্য। গত দুই বছর এই উৎসব ঘরোয়া ভাবে উদযাপন করায় ব্যাবসায়ীদের প্রচুর ক্ষতি হয়। তাই বিশ্বভারতীর কর্মী পরিষদ শান্তিনিকেতনের ট্রাস্টকে ইতিমধ্যে পৌষমেলার আয়োজন করার আর্জি জানিয়ে চিঠি লিখেছে। সুত্রের খবর অনুযায়ী,অপরদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী-কে ২৯শে জুন চিঠি পাঠায়। সংশ্লিষ্ট চিঠিতে উল্লেখ করা হয়েছে,রাজ্য সরকার যদি প্রশাসনিক এবং আর্থিকভাবে সাহায্য করে তাহলেই এই ঐতিহ্যবাহী মেলা আয়োজন করা সম্ভবপর হবে। উপাচার্যের এই পদক্ষেপে খুশির হাওয়া বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয় চত্বরে। স্থানীয় ব্যাবসায়ীরা তাঁর এই চিঠির জন্য অভিবাদন জানিয়েছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

উৎসব
Related News