Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

ফ্রিতে বুস্টার ডোজ আগামী ৭৫ দিন, স্বাধীনতার ৭৫ বছর উদযাপন উপলক্ষে

banner

journalist Name : sagarika chakraborty

#Pravati Sangbad Digital Desk:

বুধবার অর্থাৎ ১৩ জুলাই কেন্দ্রীয় সরকারের সম্প্রচার ও তথ্য মন্ত্রক অনুরাগ ঠাকুর ঘোষণা করেন ১৫ই জুলাই থেকে পরবর্তী ৭৫ দিন ফ্রিতে বুস্টার দেয়া হবে দেশের সমস্ত নাগরিকদের। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয় “আজাদী কা আমৃৎসার”  অর্থাৎ যেহেতু এই বছরে স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হবে সেই কারণেই আগামী ৭৫ দিন দেশবাসীর জন্য ফ্রিতে বুক স্টাডিজ দেয়া হবে সরকারের পক্ষ থেকে। ১৮ বছরের ঊর্ধ্বে সকল পূর্ণবয়স্কদেরই দেওয়া হবে ফ্রিতে বুস্টার ডোজ, এতদিন পর্যন্ত শুধুমাত্র ষাট ঊর্ধ্ব ব্যক্তিদেরই সরকারের পক্ষ থেকে ফ্রিতে বুস্টার ডোজ দেয়া হত। চলতি বছরের ১০ই এপ্রিল থেকে বয়স্কদের বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছিল। ১৫ তারিখ থেকে ১৮ বছরের উপরে সকল ব্যক্তিদের যে কোন সরকারি জায়গা থেকে মিলবে, ফ্রিতে টিকা।

আবারও দেশে ঊর্ধ্বগামী করোনার গ্রাফ। সরকারের পক্ষ থেকে দ্বিতীয় ডোজের পরই সতর্কতামূলক টীকা নেওয়ার কথা বলা হচ্ছে। সম্প্রতি কিছুদিন আগেই কেন্দ্রীয়  স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে ন্যাশনাল টেকনিক্যাল এডভাইজারই গ্রুপ অন ইমুইনাইজেশনের দেব আর সুপারিশ মত বুস্টার ডোজের সময়কাল দ্বিতীয় টিকাকরণের নয় মাস থেকে কমিয়ে ছয় মাস করা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী জানা গেছে দেশের মোট জনসংখ্যার 96% কে ইতিমধ্যে টিকাকরণের প্রথম ডোজ দেয়া হয়ে গেছে এবং ৮৬ শতাংশের দ্বিতীয় ডোজও নেয়া হয়ে গেছে। তবে ষাটোর্ধ্ব তো ব্যক্তিদের যে সর্তকতামূলক টিকা দেওয়া তাতে ফ্রন্টলাইন ওয়ারকার বা স্বাস্থ্যকর্মী নিয়ে মোট সংখ্যা দ্বারা ছিল বাংলাদেশের ১৬ কোটি যার মাত্র ২৬ শতাংশ নিয়েছিল বুস্টার ডোজ। এবার 18 থেকে 59 বছর বয়সীদের দ্বিতীয় টিকাকরণের পর সতর্কতামূলক টিকা নেওয়ার সময়। সরকারি হিসাব অনুযায়ী এই বয়সের মানুষ আছে প্রায় ৭৭ কোটি গোটা দেশে। এখনো পর্যন্ত এই জনসংখ্যার এক শতাংশ কম মানুষ বুস্টার ডোজ নিয়েছে। গবেষণায় প্রমাণিত হয়েছে দ্বিতীয় টিকাকরণের ৬ মাসের মধ্যেই দেহে এন্টিবডি   কমতে থাকে তাই ছয় মাসের মধ্যে যদি সতর্কতামূলক টিকা নেওয়া হয়ে যায় তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে। সেই কারণেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ৭৫ দিনের টিকাকরণ অভিযান শুরু হয়।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ স্বাস্থ্য
Related News