Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

হাফিজুল এর সাথে যোগ রয়েছে বাংলাদেশেরও, দাবি সিটের

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

গত ২শরা জুলাই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি থেকে গ্রেফতার করা হয় বছর ৩২ এর হাফিজুল মোল্লাকে। বাড়ির প্রাচীর পেরিয়ে ঢুকে পরে ধৃত জামার ভেতরে মেলে লোহার রড, কর্তব্যরত নিরাপত্তা রক্ষীরা হাতেনাতে ধরে হাফিজুলকে। তদন্তের ভার যায় সিটের ওপর, এবার সিটের তরফ থেকেই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে ধৃতের সাথে যোগ রয়েছে বিহার ঝাড়খণ্ডের মতো পড়শি রাজ্যের, শুধু তাই নয় যোগ রয়েছে বাংলাদেশেরও। মুখ্যমন্ত্রীর বাড়ির ওপর নজরদারি চালাতো হাফিজুল, পাওয়া গিয়েছে ১১টি সিম কার্ডও।
তদন্তকারী কর্তাদের দাবি পাড়ার ছোট বাচ্চাদের হাত করে নজর দারি চালাতো হাফিজুল, বাচ্চাদের চকলেট খাওয়াতো সে, সিসিটিভি ফুটেজে এমনি ছবি উঠে এসেছে। তবে হাফিজুল এক নয়, তার সাথে আরও ২০ জনের চক্র রয়েছে বলে জানাই তদন্তকারী দল, এর আগেও নবান্নে ঢোকার চেষ্টা করেছিল হাফিজুল। ধৃতকে সোমবার আলিপুর আদালতেও পেশ করা হয়েছে। খোদ মুখ্যমন্ত্রীর বাড়িতে এই রকম ঘটনায় নড়েচড়ে বসেছে প্রসাশন, তাদের দাবি তদন্ত এখনও বাকি রয়েছে, খুব দ্রুত চক্রের বাকি সদস্যদের গ্রেফতার করা হবে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজনৈতিক
Related News